×
  • প্রকাশিত : ২০২২-০৭-৩১
  • ৯৩ বার পঠিত
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন করোনা ভাইরাসের আক্রমণ থেকে সেরে ওঠার ঠিক পরপরই ফের প্রাণঘাতী এ ভাইরাসটিতে আক্রান্ত হয়েছেন। খবর বিবিসি। 


গত ২১ জুলাই প্রথমবার জো বাইডেনের করোনায় আক্রান্ত হওয়ার বিষয়টি জানানো হয়। এরপর চিকিৎসকদের নিবিড় তত্ত্বাবধানে চিকিৎসা নেন প্রেসিডেন্ট বাইডেন। 

গত মঙ্গলবার নতুন পরীক্ষার ফলাফল নেগেটিভ আসে। মঙ্গলবার থেকে শুরু করে শুক্রবার চারবার তার করোনা পরীক্ষা করা হয়। এরমধ্যে চারবারই ফলাফল নেগেটিভ আসে। ফলে ঘোষণা দেওয়া হয় বাইডেন সেরে ওঠেছেন।  

কিন্তু শনিবার ফের তার করোনা ধরে পরে। জো বাইডেন এদিন জানিয়েছেন, নিজের মধ্যে করোনার কোনো উপস্বর্গ খুঁজে পাননি তিনি এবং বর্তমানে সুস্থ আছেন। 

অন্যদিকে জো বাইডেনের চিকিৎসকরা জানিয়েছেন, নতুন করে প্রেসিডেন্ট বাইডেনকে করোনার চিকিৎসা দেওয়া হবে না। কিন্তু তাকে তারা সার্বক্ষণিক পর্যবেক্ষণে রাখবেন।

সূত্র: বিবিসি

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat