গত ২৪ ঘণ্টায় দেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে কারো মৃত্যু হয়নি। ফলে মৃতের সংখ্যা ২৯ হাজার ১৪৫ জনই রয়েছে। এ সময়ে নতুন করে করোনা শনাক্ত হয়েছে দুই হাজার ২৪১ জন। এ নিয়ে শনাক্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৯ লাখ ৭১ হাজার ৬০২ জনে।
বুধবার (২৯ মে) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। শনাক্তের হার ১৫ দশমিক ২৩ শতাংশ বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।
এর আগে গতকাল মঙ্গলবার দুই হাজার ৮৭ জন রোগী শনাক্ত হয়েছিল। সোমবার এই সংখ্যা ছিল দুই হাজার ১০১ জন। ফলে টানা তৃতীয় দিন করোনায় শনাক্ত দুই হাজার ছাড়াল।
এতে বলা হয়, গত ২৪ নমুনা পরীক্ষা অনুযায়ী শনাক্তের হার ১৫ দশমিক ২৩ শতাংশ। আগের দিন এই হার ১৫ দশমিক ৪৭ শতাংশ ছিল। গত এক দিনে আরো ১৫২ জন কভিড রোগী সুস্থ হয়ে উঠেছে। তাদের নিয়ে ১৯ লাখ সাত হাজার ২১৯ জন রোগী সুস্থ হয়েছে।
এ জাতীয় আরো খবর..