×
  • প্রকাশিত : ২০২২-০৫-১২
  • ৬১ বার পঠিত
পৃথক ঘটনায় রাজধানীতে দুই ব্যবসায়ী অজ্ঞান পার্টির খপ্পরে পড়ে সাড়ে চার লাখ টাকা খুইয়েছেন। তাদের একজন ক্রোকারিজ ব্যবসায়ী নজরুল ইসলাম ফরিদ (৪৫) অন্য জন গার্মেন্ট এক্সেসরিজ ব্যবসায়ী মিজানুর রহমান (৫০)।

ফরিদের ভাই আবদুল আহাদ সাংবাদিকদের জানান, গুলিস্তান ফুলবাড়িয়া মার্কেটে আলামিন ক্রোকারিজের মালিক ফরিদ। তিনি আজ বুধবার বিকেলে গুলিস্তান থেকে যাত্রীবাহী বাস দিশারী পরিবহনে মিরপুর ১ নম্বরে মালামাল কেনার জন্য যান।

মিরপুরে গাড়িতে অচেতন অবস্থায় পড়ে থাকলে তাকে আরেকটি বাসে গুলিস্তান পাঠিয়ে দেয় বাসের লোকজন।
পরে রাত ৮টার দিকে গুলিস্তান থেকে তাকে অচেতন অবস্থায় ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। তিনি আরো বলেন, তার কাছে থাকা ১ লাখ ৬৬ হাজার টাকা খোয়া গেছে। তাদের ধারণা সদস্যরা অচেতন করে টাকা নিয়ে গেছে। জানা গেছে, বাসে হকারদের কাছ থেকে হারবাল ওষুধ জাতীয় কোনো কিছু সেবন করেছিলেন তিনি।

ঢামেক পুলিশ ক্যাম্পের পুলিশ পরিদর্শক বাচ্চু মিয়া জানান, অচেতন ব্যবসায়ীকে জরুরি বিভাগে স্টমাক ওয়াশ শেষে মেডিসিন ওয়ার্ডে ভর্তি করা হয়েছে।  

অন্যদিকে মতিঝিলে অজ্ঞান পার্টির খপ্পরে পড়ে তিন লাখ টাকা খুইয়েছেন গার্মেন্ট এক্সেসরিজ ব্যবসায়ী নজরুল ইসলাম। গতকাল বিকাল ৫ টার দিকে এ ঘটনা ঘটে।  

মিজানুর রহমান ছোট ভাই মুহিবুর রহমান জানান, মালামাল কেনার জন্য মতিঝিলের একটি ব্যাংকে থেকে নগদ তিন লাখ টাকা উঠিয়ে সিএনজি অটোরিকশা যোগে মগবাজারে বাসায় ফিরছিলেন তিনি। পরে মগবাজার মোরে থেকে তাকে অচেতন অবস্থায় হাসপাতালে আনা হয়। তাদের ধারণা অজ্ঞান পার্টির সদস্যরা অভিনব কায়দায় তার কাছে থাকা টাকা নিয়ে পালিয়েছে। তার জ্ঞান ফিরলে ফিরলে বিস্তারিত জানা যাবে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat