এঘটনায় পাঁচজন প্রিলিমিনারি উত্তীর্ণ প্রার্থী আহত হন। মঙ্গলবার সন্ধ্যা পৌনে ৬টার দিকে আহত অবস্থায় তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসা হয়েছে। আহতরা হলেন- মো. শাহিন (২৮), আশিকুর রহমান (২৯), শাকিল আহমেদ (২৮), রিয়াজ (২৭) ও আবরার শাহরিয়ার উল্লাস (২৮)।
আহত শাকিল আহমেদ বলেন, গত সেপ্টেম্বর মাসে আমাদের বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার ফল (রেজাল্ট) দেয়। কিন্তু তারা আমাদের লিখিত পরীক্ষার জন্য তেমন কোনো সময় না দিয়ে পরীক্ষার তারিখ ঘোষণা করে। গত একমাস ধরে পরীক্ষা পেছানোর দাবিতে শাহবাগ এলাকায় আন্দোলন করছি। আইন উপদেষ্টা ড. আসিফ নজরুলের সঙ্গে বসেছিলাম। শেষ পর্যন্ত বলেছিলাম ২৮ ডিসেম্বর আমাদের লিখিত পরীক্ষার তারিখ ঘোষণা করার জন্য, কিন্তু তারা সেটি না করে চলতি মাসের ২৭ তারিখ পরীক্ষার তারিখ ঘোষণা করে। বলেন, শাহবাগ থেকে যমুনার উদ্দেশ্যে যাওয়ার চেষ্টা করলে সন্ধ্যার দিকে পুলিশ আমাদের ওপর লাঠিচার্জ এবং সাউন্ড গ্রেনেড ও জলকামান ব্যবহার করে। ঢাকা মেডিকেলে এখন পর্যন্ত আহত অবস্থায় পাঁচজন এসেছেন, তাদের মধ্যে কয়েকজনের মাথা ফেটে গেছে।