×
  • প্রকাশিত : ২০২২-০৮-১৯
  • ৫০ বার পঠিত
শেখ হাসিনার সরকারকে ক্ষমতায় টিকিয়ে রাখতে ভারতের সহযোগিতা চেয়ে পররাষ্ট্রমন্ত্রীর বক্তব্য উল্লেখ করে বিএনপির সাংগঠনিক সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রিন্স বলেছেন, 'পররাষ্ট্রমন্ত্রীর বক্তব্যে প্রমাণিত হয়েছে, আওয়ামী সরকার বিদেশি শক্তির ওপর নির্ভরশীল। '

তিনি বলেন, 'আওয়ামী সরকার গণধিকৃত এবং বিদেশি শক্তির ওপর নির্ভর করে ক্ষমতায় টিকে আছে ও থাকতে চায়। '

সালেহ প্রিন্স আজ বিকেলে ময়মনসিংহের হালুয়াঘাটে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪২তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব বলেন।

হালুয়াঘাট উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক রুহুল আমিন খানের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনাসভায় বক্তব্য রাখেন ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির সদস্য বীরমুক্তিযোদ্ধা অধ্যাপক আমজাদ আলী, হালুয়াঘাট উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আসলাম মিয়া বাবুল, আবু হাসনাত বদরুল কবির, জেলা বিএনপি নেতা আবদুল হামিদ, আলী আশরাফ, অধ্যাপক মোফাজ্জল হোসেন, জেলা মহিলা দলের সাধারণ সম্পাদিকা হোসনে আরা নীলু, সহসভাপতি মনোয়ারা বেগম ময়না, জেলা যুবদলের সহসভাপতি আদুল আজিজ খান, যুগ্ম সম্পাদক আবদুল মালেক, জেলা ছাত্রদলের সহসভাপতি আসাদুজ্জামান আসিফ, উপজেলা কৃষক দলের সভাপতি আনোয়ার হোসেন, মৎস্যজীবী দলের আহ্বায়ক মোশাররফ হোসেন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক আবদুল্লাহ আল মামুন, গোলাম রাব্বানী শেখ, পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মেহেদী হাসান দুলাল, সদস্য সচিব আসাদুজ্জামান সুজন প্রমুখ।

আলোচনা সভায় এমরান সালেহ প্রিন্স বলেন, 'সরকার জন বিচ্ছিন্ন, জন ধিকৃত। তারা সব কূল হারিয়ে পাগলের প্রলাপ বকছে। তারা এখন গণআন্দোলনে শোচনীয় পতনের ভয়ে ভীত। নীতি-নৈতিকতা, লজ্জা-শরমের মাথা খেয়ে টিকে থাকতে  বিদেশিদের পা ধরছে। এসব করে জনদূর্ভোগ সৃষ্টিকারী সরকারের শেষ রক্ষা হবে না। '

তিনি বলেন, 'সরকার দেশ পরিচালনায় সম্পূর্ণভাবে ব্যর্থ হয়েছে। সরকারের ব্যর্থতা,দুর্নীতি, লুটপাট, অপরিণামদর্শী সিদ্ধান্তে দেশ আজ লণ্ডভণ্ড। ১৬-১৭ ঘণ্টার লোডশেডিংয়ে মানুষ বিপর্যস্ত। প্রতিটি পণ্যের দাম দফায় দফায় বৃদ্ধি পাচ্ছে। মানুষের ঘরে ঘরে কান্না। এ অবস্থায় সরকারের মধ্যেও অস্থিরতা সৃষ্টি হয়েছে। মন্ত্রীরা আবোল-তাবোল বক্তব্য দিয়ে জনগণের সাথে উপহাস করছে।

তিনি দলকে অধিকতর শক্তিশালী ও সুসংগঠিত জনগণের মধ্যে নিয়ে গণআন্দোলনকে গণঅভ্যুত্থানের মাধ্যমে ফ্যাসিস্ট সরকারের পতন ত্বরান্বিত করার আহ্বান জানান।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat