×
  • প্রকাশিত : ২০২২-০৮-১২
  • ৪৫ বার পঠিত
অস্থায়ী ভিত্তিতে ভারি গাড়িচালক (শিক্ষানবিশ) হিসেবে নিয়োগপ্রাপ্ত ১০ জনের তথ্যগত গরমিলের প্রমাণ পাওয়ায় তাদের নিয়োগ আদেশ বাতিল করেছে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি)।

আজ শুক্রবার (১২ আগস্ট) ঢাকা উত্তর সিটি করপোরেশন সূত্রে এ তথ্য জানা গেছে। ইতোমধ্যে ডিএনসিসির সচিব মোহাম্মদ মাসুদ আলম ছিদ্দিক ১০ জনের নিয়োগ আদেশ বাতিল করেছেন।

নিয়োগ আদেশ বাতিল হওয়া ওই ১০ ভারী গাড়িচালকদের মধ্যে রয়েছেন আয়নাল হোসেন, সোহেল রানা, রাসেল হোসেন, দিদার মোহাম্মদ হেলাল, আরিফ হোসেন, আবুল বাসার, মাসুদ রানা, আনিচুর রহমান, মো. ইব্রাহিম এবং শাহাদাত হোসেন।

ডিএনসিসির সচিব মোহাম্মদ মাসুদ আলম ছিদ্দিক জানিয়েছেন, অস্থায়ী ভিত্তিতে ভারি গাড়িচালক (শিক্ষানবিশ) হিসেবে নিয়োগকৃত ১০ জন চালকের তথ্যগত গরমিল থাকায় নিয়োগ আদেশের শর্ত ১(৫) ও ১(চ) মোতাবেক তাদের জন্য প্রযোজ্য নিয়োগ আদেশ বাতিল করা হয়েছে। এ ছাড়া ঢাকা উত্তর সিটি করপোরেশনের অন্য কোনো কাজে তাদের সম্পৃক্ত করা যাবে না। যথাযথ কর্তৃপক্ষের অনুমোদনক্রমে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat