×
  • প্রকাশিত : ২০২২-০৭-৩০
  • ১৮৭ বার পঠিত
শীর্ষ পাঁচের তিনজনই বাংলাদেশের। তবে সবচেয়ে বেশি রান ২০১৯ সালে অবসর নেওয়া হ্যামিল্টন মাসাকাদজার। এবারের সিরিজে দলের থাকাদের মধ্যে সবচেয়ে বেশি রান লিটন দাসের (১৯৩)।

ব্যক্তিগত সর্বোচ্চ ইনিংসে জিম্বাবুইয়ানদের আধিপত্য। সর্বোচ্চ চারটি ইনিংসই জিম্বাবুয়ের ব্যাটসম্যানদের। তবে ২০টি ফিফটির ১২টিই বাংলাদেশের ব্যাটসম্যানদের।

ছক্কাতেও জিম্বাবুইয়ানদের রাজত্ব। ১৮ ছক্কায় সবার ওপরে ম্যালকম ওয়ালার। তবে শীর্ষ পাঁচের মধ্যে শুধু রেজিস চাকাভাই আছেন এবারের সিরিজে।

উইকেটে নেওয়ায় শীর্ষ পাঁচের তিনজনই বাংলাদেশের। ১৮ উইকেট নিয়ে সবার ওপরে মোস্তাফিজুর রহমান। কোন একটি নির্দিষ্ট প্রতিপক্ষের বিপক্ষে বাংলাদেশের বোলারদের মধ্যে এর চেয়ে বেশি উইকেট আছে শুধু সাকিব আল হাসানের—ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ২১টি।

১৬ বছর পর নেই মাহমুদউল্লাহ
দুদলের টি–টোয়েন্টি লড়াইয়ে ৫ উইকেট নিতে পারেননি কেউ। সেরা পাঁচের তিনটিই বাংলাদেশের বোলারদের।

২০০৬ সালের পর এই প্রথম মাহমুদউল্লাহকে ছাড়া জিম্বাবুয়ের বিপক্ষে টি–টোয়েন্টি খেলবে বাংলাদেশ। অভিষেকের পর জিম্বাবুয়ের বিপক্ষে বাংলাদেশের সব টি–টোয়েন্টিতেই ছিলেন মাহমুদউল্লাহ।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat