×
  • প্রকাশিত : ২০২২-০৭-৩০
  • ৪৩ বার পঠিত
গুচ্ছ ভর্তি পরীক্ষা : প্রশ্ন নিয়ে শিক্ষার্থীদের অসন্তোষদেশের গুচ্ছভুক্ত ২২টি সাধারণ এবং বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ২০২১-২২ শিক্ষাবর্ষে বিজ্ঞান অনুষদভুক্ত 'ক' ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার দুপুর ১২টা থেকে ১টা পর্যন্ত পরীক্ষা অনুষ্ঠিত হয়। তবে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রে পরীক্ষা শেষে শিক্ষার্থীরা প্রশ্ন নিয়ে অসন্তুষ্টি প্রকাশ করেছে। তাদের অভিযোগ, সংক্ষিপ্ত সিলেবাস অনুযায়ী প্রশ্ন হওয়ার কথা থাকলেও পরীক্ষায় সিলেবাসের বাইরে থেকে প্রশ্ন করা হয়েছে।

শিক্ষার্থীদের অভিযোগ, সরকার যে সংক্ষিপ্ত সিলেবাস ঘোষণা করেছিল সেই অনুযায়ী প্রস্তুতি গ্রহণ করেছেন তারা। তবে শিক্ষার্থীরা প্রস্তুতি অনুযায়ী সন্তোষজনক পরীক্ষা দিতে পারেননি। ভর্তীচ্ছু শিক্ষার্থী সাদিয়া ফেরদৌস বলেন, 'প্রশ্ন মোটামুটি কঠিন হয়েছে। গণিত, জীববিজ্ঞানের অনেক প্রশ্ন শর্ট সিলবাসের বাইরে থেকে এসেছে। আমরা এক বছর ধরে শর্ট সিলেবাস অনুযায়ী পড়াশোনা করছি। কিন্তু এখন সিলেবাসের বাইরে থেকে প্রশ্ন আসায় আশানুরূপ পরীক্ষা দিতে পারিনি। '

শিক্ষার্থী নাবিল ওয়ালিদ বলেন, 'প্রশ্ন সহজও বলা যাবে না। আবার কঠিনও বলা যাবে না। কারণ রসায়ন, জীববিজ্ঞান, পদার্থ বিজ্ঞান প্রশ্ন সিলেবাসের বাইরে থেকে কম আসলেও গণিতে চার-পাঁচটা প্রশ্ন ছাড়া বাকিগুলো শর্ট সিলেবাসের বাইরে থেকে এসেছে। '

শিক্ষার্থী রাশেদ হোসেন বলেন, 'আমার প্রস্তুতি অনেক ভালো ছিল। কিন্তু শর্ট সিলেবাস থেকে না এসে ফুল সিলেবাস থেকে প্রশ্ন এসেছে। ফলে বেশ কয়েকটি প্রশ্ন কমন পড়েনি। '

এদিকে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. ইমদাদুল হক বলেন, 'গতবার আমাদের আসন নিয়ে যে সমস্যাগুলো হয়েছিল এবার আমরা সেগুলো সমাধানের চেষ্টা করেছি। শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়, নটর ডেম কলেজসহ বেশ কয়েকটি কেন্দ্রে আমরা পরীক্ষা নিয়েছি। সুষ্ঠু পদ্ধতিতে পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। '

গুচ্ছভুক্ত ২২টি বিশ্ববিদ্যালয় হলো জগন্নাথ বিশ্ববিদ্যালয়, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, শেখ হাসিনা বিশ্ববিদ্যালয় (নেত্রকোনা), বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ডিজিটাল বিশ্ববিদ্যালয়, বরিশাল বিশ্ববিদ্যালয়, রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, রবীন্দ্র বিশ্ববিদ্যালয়, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (গোপালগঞ্জ), কুমিল্লা বিশ্ববিদ্যালয়, পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, খুলনা বিশ্ববিদ্যালয়, যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, ইসলামী বিশ্ববিদ্যালয়, নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিশ্ববিদ্যালয় (কিশোরগঞ্জ) এবং চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়।

প্রসঙ্গত, ২০২০-২১ শিক্ষাবর্ষে দেশের ২০টি সাধারণ এবং বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় গুচ্ছ ভর্তি পদ্ধতিতে অংশ নিলেও এবার নতুন যুক্ত হয়েছে কিশোরগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এবং চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat