×
সদ্য প্রাপ্ত:
সপ্তাহের বেশি সময় ধরে পঞ্চগড়ে বইছে মৃদু শৈত্যপ্রবাহ সিরিয়ার ওপর থেকে সব নিষেধাজ্ঞা স্থায়ীভাবে তুলে নিলো যুক্তরাষ্ট্র যুক্তরাজ্য সফরে জামায়াতের আমির ডা. শফিকুর রহমান আজ ভারতীয় ভিসা কেন্দ্রের কার্যক্রম স্বাভাবিক নিয়মে চালু থাকতে পা‌রে লালবাগে প্লাস্টিক গোডাউনের আগুন নিয়ন্ত্রণে দাড়ি-টুপিকে রাজাকারের প্রতীক বানানো ঘৃণাকারীদের প্রতিহত করুন : হেফাজত নির্বাচন নিয়ে প্রতিবেশীদের উপদেশ চাই না, ভারতকে পররাষ্ট্র উপদেষ্টা ভাতার দাবিতে আন্দোলন : সচিবালয়ের ১৪ কর্মচারী বরখাস্ত বিদেশে শ্রমশক্তি রপ্তানিতে বড় বাধা দালাল চক্র : প্রধান উপদেষ্টা দেশে ফেরার তারিখ জানালেন তারেক রহমান
  • প্রকাশিত : ২০২২-০৬-২৮
  • ৫৯ বার পঠিত
নির্বাচন কমিশনের (ইসি) সঙ্গে বৈঠক করতে কমিশনে পৌঁছেছে ওবায়দুল কাদেরের নেতৃত্বে আওয়ামী লীগের একটি প্রতিনিধিদল। আজ মঙ্গলবার দুপুর ২টা ৪৫ মিনিটে দলটি ইসিতে এসে পৌঁছয়। এ সময় কর্মকর্তারা আওয়ামী লীগ প্রতিনিধিদলকে শুভেচ্ছা জানান।

এর আগে ১৩ রাজনৈতিক দলের সঙ্গে বৈঠক করতে আমন্ত্রণপত্র পাঠিয়েছিল নির্বাচন কমিশন (ইসি)।

ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) সম্পর্কিত এই সভা বিকেল ৩টায় ইসি সম্মেলনকক্ষে শুরু হয়।
মঙ্গলবার আওয়ামী লীগ ছাড়াও ইসিতে যাবে বাংলাদেশ তরীকত ফেডারেশন, বাংলাদেশের সাম্যবাদী দল (এমএল), বাংলাদেশের কমিউনিস্ট পার্টি, লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি), গণতন্ত্রী পার্টি, বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি, বিকল্প ধারা বাংলাদেশ, জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ), বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (বাসদ), বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টি (বাংলাদেশ ন্যাপ), বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টি ও বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তিজোট।

এর আগে গত ১৯ ও ২১ জুন বিএনপি, জাতীয় পার্টিসহ ২৬টি রাজনৈতিক দলকে ইভিম যাচাই বিষয়ক বৈঠকে ডাকে ইসি। প্রথম বৈঠকে গণফোরাম, বাংলাদেশ জাতীয় পার্টি ও কৃষক শ্রমিক জনতা লীগ অংশ নেয়নি। দ্বিতীয় দিনের বৈঠকে অনুপস্থিত ছিল বিএনপি, জেএসডি, বাংলাদেশ কল্যাণ পার্টি, ইসলামী আন্দোলন বাংলাদেশ ও বাংলাদেশ মুসলিম লীগ (বিএমএল)।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat