×
  • প্রকাশিত : ২০২২-০৬-০৪
  • ৬৭ বার পঠিত
টটেনহাম হটস্পারের হয়ে মৌসুম শেষ করে ছুটি কাটাতে ব্রাজিলে ফিরে যান এমারসন রয়াল। শুক্রবার ভোরে সাও পাওলোয় নৈশ ক্লাব থেকে বের হওয়ার সময় অস্ত্র হাতে এক ছিনতাইকারী এগিয়ে আসেন তাঁর দিকে। 

এর পরের দৃশ্যপট ‘হরর সিনেমা’র মতো।

স্থানীয় সংবাদমাধ্যম জানিয়েছে, বন্ধুবান্ধব নিয়ে দিবাগত রাত তিনটার পর নৈশ ক্লাব ছাড়ছিলেন এমারসন। তাঁকে চিনতে পেরে অটোগ্রাফ নিতে যান এক পুলিশ কর্মকর্তা। তিনি তখন ডিউটিতে ছিলেন না। এমারসনের অটোগ্রাফ নেওয়া ও ছবি তোলা শেষে তাঁকে গাড়ি পর্যন্ত এগিয়ে দিচ্ছিলেন পুলিশ কর্মকর্তা। 

এমন সময় অস্ত্র হাতে এক ছিনতাইকারী এমারসনের পথ রোধ করে টাকাপয়সা দিয়ে দেওয়ার দাবি করেন।

আর্জেন্টিনা ফিনালিসিমা জয়ের পর মেসিদের উৎসবের এই ছবিটি টুইট করেন সাবেক স্ট্রাইকার সের্হিও আগুয়েরো
ছিনতাইকারী ও পুলিশ কর্মকর্তার ব্যবহৃত অস্ত্র ও গুলির খোসা

ছিনতাইকারী টের পেয়ে সেই পুলিশ কর্মকর্তা নিজের অস্ত্র বের করে গুলি করেন। ব্রাজিল মিলিটারি পুলিশ জানিয়েছে, মোট ‘২৯টি গুলি’ ফায়ার করা হয়েছে। ছিনতাইকারী পেছনে গুলিবিদ্ধ হয়ে হাসপাতালে।

ব্রাজিলের সংবাদমাধ্যম ‘গ্লোবো এস্পোর্তে’-তে এমারসন এ নিয়ে শুধু বলেছেন, ‘সময়টা কঠিন। কিন্তু এখন আমি একটু বিশ্রাম নেব এবং পরে এ ব্যাপারে ভাবব।’ নিজের ইনস্টাগ্রামে অবশ্য জানিয়েছেন, শিগগিরই এ বিষয়ে ভক্তদের সব বলবেন। ইনস্টাগ্রাম স্টোরিতে আরেকটি পোস্টে সেই পুলিশ কর্মকর্তাকে ধন্যবাদও জানিয়েছেন এমারসন।

টটেনহামের এই ডিফেন্ডারের বাবা এমারসন দি সৌজা গ্লোবো এস্পোর্তেকে বলেন, ‘আমরা হইহুল্লোড় করে বের হওয়ার পথে ঘটনাটা ঘটে। খুব বাজে, একদম হরর সিনেমার মতো। কারও যেন এমন না হয়। পুলিশ কর্মকর্তা এমারসনকে গাড়ি পর্যন্ত পৌঁছে দেওয়ার সময় বুঝতে পারেন অস্ত্র হাতে লোকটি ছিনতাইকারী।

অপরাধী তখন একটু অপ্রস্তুত হয়ে পড়লে সে গুলি চালান। সবকিছু খুব দ্রুত ঘটেছে। সম্ভবত ২০টির বেশি গুলি চালানো হয়। ওরা পাঁচ-ছয়জন ছিল। এপাশ-ওপাশ দিয়ে দৌড়ে পালিয়েছে। গুলিটা কোত্থেকে হচ্ছিল বুঝতে পারেনি।’

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat