ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্রদলের ওপর ক্ষমতাসীন ছাত্রসংগঠনের নেতাকর্মীদের হামলার ঘটনার নিন্দা জানিয়েছে ডাকসুর সাবেক নেতাদের একাংশ। তারা ক্যাম্পাসে ছাত্রলীগ ‘সন্ত্রাসীদের’ প্রতিহতের আহ্বানও জানায়।
আজ মঙ্গলবার সকালে জাতীয় প্রেস ক্লাবে এক সংবাদ সম্মেলনে ডাকসুর সাবেক নেতাদের পক্ষে ডাকসুর সাবেক ভিপি আ স ম আবদুর রব এই আহ্বান জানান। ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রসংসদের (ডাকুস) উদ্যোগে ‘শিক্ষা বাঁচাও, শিক্ষাঙ্গন বাঁচাও’ শীর্ষক এই সংবাদ সম্মেলন হয়।
আ স ম রব বলেন, ১৩ বছর ধরে শিক্ষাব্যবস্থা ও শিক্ষাঙ্গনের পরিবেশ পরিকল্পিতভাবে বিনষ্ট করা হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে তিন দিন উপর্যুপরি হামলা হয়েছে। এটা কি সরকারের ওপরের নির্দেশ ছাড়া হয়েছে? এভাবে চলতে দেওয়া যায় না। সব বিশ্ববিদ্যালয় ও শিক্ষাপ্রতিষ্ঠানে ছাত্রলীগের ‘সন্ত্রাসী’দের প্রতিহতের আহ্বান জানিয়ে তিনি বলেন, এদের বিরুদ্ধে প্রতিবাদ করতে হবে, রুখে দাঁড়াতে হবে।
এতে লিখিত বক্তব্য পাঠন করেন ডাকসুর সাবেক ভিপি মাহমুদুর রহমান মান্না।
গত ২৪ ও ২৫ মে ছাত্র দলের নেতাকর্মীদের ওপর ছাত্রলীগের হামলার ঘটনায় তুলে ধরে লিখিত বক্তব্যে বলা হয়, মধ্যযুগীয় কায়দায় নিষ্ঠুরভাবে ছাত্রদলের নেতাকর্মীদের রাস্তায় ফেলে পেটানো হয়েছে। এমনকি তারা কাপুরোষোচিতভাবে নারী শিক্ষার্থীদের ওপর বর্বর হামলা চালিয়েছে। নারী শিক্ষার্থীদের ওপর এমন নির্মম হামলার ঘটনা পাকিস্তান আমলেও কখনো হয়নি। এই হামলায় জড়িতদের নাম-পরিচয়, হামলা ও আগ্নেয়াস্ত্র ব্যবহারের ছবি, ভিডিওসহ বিভিন্ন গণমাধ্যমে উঠে আসার পরও ‘দলদাস’ বিশ্ববিদ্যালয় প্রশাসন কোনো ব্যবস্থা নেয়নি। বিশ্ববিদ্যালয়ে প্রক্টর এ ঘটনায় হামলার শিকার ছাত্রসংগঠন ছাত্রদলকে দায়ী করে মামলাও করেছে।
এই অবস্থার অবসানে বর্তমান ফ্যাসিবাদী স্বৈরাচারী সরকারের হাত থেকে দেশকে রক্ষায় সকলকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বানও জানান ডাকুসর নেতৃবৃন্দ।
সংবাদ সম্মেলনে ডাকুসুর সাবেক ভিপি আমানউল্লাহ আমান ও নুরুল হক নুর বক্তব্য রাখেন। এ সময় ডাকসুর সাবেক জিএস খায়রুল কবির খোকন ও এজিএস নাজিম উদ্দিন আলম উপস্থিত ছিলেন।
এ জাতীয় আরো খবর..