×
  • প্রকাশিত : ২০২২-০৫-৩০
  • ৬২ বার পঠিত
পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) ড. বেনজীর আহমেদ বলেছেন, 'দেশ, সরকার এবং বাংলাদেশ পুলিশ আপনাদের অনেক দিয়েছে। এখন আপনাদের শুধু দেওয়ার পালা। মেধা ও যোগ্যতার সর্বোচ্চ প্রয়োগ ঘটিয়ে দেশ ও জনগণের কল্যাণে নিষ্ঠার সঙ্গে কাজ করতে হবে। '

রবিবার বিকেলে পুলিশ সদর দপ্তরের হল অব প্রাইডে পদোন্নতিপ্রাপ্ত ডিআইজিগণের র‌্যাংক ব্যাচ পরিধান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এ আহ্বান জানান তিনি।


এর আগে আইজিপির সঙ্গে পদোন্নতিপ্রাপ্ত কর্মকর্তাগণের নিজ নিজ ইউনিটের অতিরিক্ত আইজিপিগণ এবং অতিরিক্ত আইজি (এঅ্যান্ডআই) ড. মো. মইনুর রহমান চৌধুরী তাদের র‌্যাংক ব্যাজ পরিয়ে দেন।
অনুষ্ঠানে অতিরিক্ত আইজি মইনুর রহমান চৌধুরী, সিআইডি প্রধান ব্যারিস্টার মাহবুবুর রহমান এবং পদোন্নতিপ্রাপ্ত কর্মকর্তাদের মধ্যে মো. মোজাম্মেল হক ও সৈয়দ নুরুল ইসলাম বক্তব্য দেন।

সম্প্রতি ডিআইজি পদোন্নতিপ্রাপ্ত ৩২ জন কর্মকর্তার উদ্দেশে আইজিপি বলেন, 'আপনারা দেশ, জনগণ এবং পুলিশ বাহিনীর জন্য কাজ করবেন। ' একই সঙ্গে পদোন্নতিপ্রাপ্ত কর্মকর্তাগণ এবং তাদের পরিবারের সদস্যদের আন্তরিক অভিনন্দন জানান তিনি।

পরবর্তীতে পদোন্নতিপ্রাপ্ত কর্মকর্তাগণ দেশ ও জনগণের কল্যাণে যেকোনো চ্যালেঞ্জ মোকাবেলায় দায়িত্বশীল ভূমিকা পালনের অঙ্গীকার ব্যক্ত করেন। অনুষ্ঠানে তাদের সঙ্গে স্পাউসগণও উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat