×
সদ্য প্রাপ্ত:
মেট্রোরেলের নতুন সূচিতে ট্রিপ বাড়ল ৭টি জামায়াতের পিআর আন্দোলন রাজনৈতিক প্রতারণা ছাড়া কিছুই নয়: নাহিদ দেশব্যাপী বৃহত্তর আন্দোলনের ডাক জামায়াতসহ ৮ দলের, কাল সমাবেশ দেশের গুরুত্বপূর্ণ স্থাপনায় নিরাপত্তা জোরদার ফের দ্বিধা বাড়ালেন ট্রাম্প, যুক্তরাষ্ট্র না রাশিয়া কাকে বেছে নেবে ভারত? ইসির রিমোট আগারগাঁওয়ে নেই: হাসনাত জুলাই যোদ্ধাদের নিয়ে বক্তব্য এনসিপি আংশিক কাট করেছে: সালাহউদ্দিন প্রজ্ঞাপন প্রত্যাখ্যান শিক্ষকদের, আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা চিনি ও খাদ্য শিল্প কর্পোরেশনের অবসরপ্রাপ্ত শ্রমিক, কর্মচারী ও কর্মকর্তাদের পাওনা পরিশোধের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ ব্যাংক খাতের মাফিয়া পুবালী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মাদ আলী
  • প্রকাশিত : ২০২২-০৫-১৯
  • ৪২ বার পঠিত
রাজধানীর তেজগাঁও এলাকার গ্রীন রোডে একটি ভবনের সাত তলা থেকে লাফিয়ে পড়ে ইমাম হোসেন (২৩) নামে এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১৯ মে) সকাল ৮টার দিকে এ ঘটনা ঘটে। পরে তাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

জানা যায়, ইমাম হোসেন বেসরকারি বিশ্ববিদ্যালয় এশিয়া প্যাসিফিক ইউনিভার্সিটির চতুর্থ বর্ষের শিক্ষার্থী ছিলেন।


পরীক্ষা শুরুর ২ ঘণ্টা আগে ভবন থেকে লাফিয়ে পড়ে মারা যান তিনি।  
নিহত ইমাম হোসেনের বন্ধু মুশফিক জানান, আমরা ইউনিভার্সিটি অব এশিয়া প্যাসিফিকের চতুর্থ বর্ষের ছাত্র। আজ সকাল ১০টায় আমাদের কম্পিউটার সাইন্স বিষয়ে পরীক্ষা ছিল। ইমাম হোসেন পরীক্ষা শুরুর ২ ঘণ্টা আগে সে বিশ্ববিদ্যালয়ের ৭ তালা ছাদে উঠে। সেখান থেকে লাফ দিয়ে নিচে পড়ে। এরপর গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে প্রথমে তাকে একটি বেসরকারি হাসপাতালে নেওয়া হয়। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকা মেডিকেলে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

তিনি বলেন, ইমাম হোসেন কী কারণে বিশ্ববিদ্যালয়ের ছাদ থেকে লাফ দিয়ে আত্মহত্যা করেছে সে বিষয়ে আমরা কিছু বলতে পারছি না। তিনি পূর্ব রাজাবাজার মেসে থাকতেন। তার বাড়ি ভোলায়। তার বাবার নাম আখতার হোসেন।

মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক বাচ্চু মিয়া বলেন, মরদেহ ময়নাতদন্তের জন্য ঢামেক হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। বিষয়টি তেজগাঁও থানায় জানিয়েছি।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat