×
  • প্রকাশিত : ২০২২-০৮-২০
  • ৫০ বার পঠিত
তাৎক্ষণিক শাস্তি হিসেবে টমাস টুখেল, আন্তেনিও কন্তে দুজনই দেখেছিলেন লাল কার্ড। ঘটনার পাঁচ দিন পর এল ‘সম্পূরক’ শাস্তির ঘোষণা। যেখানে চেলসি কোচ টমাস টুখেলের কাঁধেই দায় বর্তেছে বেশি। 

কন্তের সঙ্গে ঝামেলায় জড়ানোর শাস্তি হিসেবে ব্লুজ কোচকে দেওয়া হয়েছে ১ ম্যাচের ডাগআউট নিষেধাজ্ঞা, সেই সঙ্গে জরিমানা করা হয়েছে ৪১ হাজার মার্কিন ডলার। টটেনহাম হটস্পার কোচ কন্তেও অবশ্য দায়মুক্তি পাননি; তাঁর জরিমানা হয়েছে ১৮ হাজার ডলার।

চেলসি কোচের সাজা কার্যকর করার আগে অবশ্য একটি ‘শর্ত’ আছে। বিস্তারিত রায় লিখিত আকারে প্রকাশের আগপর্যন্ত তা স্থগিত থাকবে। এর মধ্যে করা যাবে আপিলও। যার অর্থ, আজ প্রিমিয়ার লিগে লিডসের বিপক্ষে ম্যাচে ডাগআউটেই থাকবেন চেলসির জার্মান কোচ।

ঘটনা গত রোববারের। সেদিন লন্ডনের দুই ক্লাবের ম্যাচ শেষে হাত মেলানোর সময় কন্তের হাত ধরে হ্যাঁচকা টান মারেন টুখেল। এরপর লেগে যায় দুই কোচের। মাঠেই গ্যালারি ভর্তি দর্শকের সামনে বলতে গেলে মারামারি। চেলসি কোচের শেষের ওই আচরণের প্রেক্ষাপট ছিল আবার ম্যাচের সময়কার আরেক ঘটনা। রেফারি চেলসির এক ফাউলের আবেদনে সাড়া না দিলে উত্তেজিত হয়ে পড়েন টুখেল।

কিছুক্ষণ পর (৬৮তম মিনিটে) টটেনহামের এমিলি হয় বিয়ের খেলায় সমতা আনা গোল করলে উদ্‌যাপন করতে করতে কন্তে ছুটে যান চেলসি ডাগআউটে। এতে ক্ষেপে এগিয়ে যান টুখেল। দুজনের হাতাহাতি লাগার উপক্রম হওয়ার পর দুই দলের বাকিরা এসে তাঁদের সরিয়ে নিয়ে যান।

সব মিলিয়ে চেলসি–টটেনহামের লন্ডন ডার্বিতে উত্তেজনাময় পরিস্থিতির সৃষ্টি হয়েছে একাধিকবার। ইংল্যান্ড ফুটবলের কর্তৃপক্ষ সংস্থা এফএ শুক্রবার এক বিবৃতিতে জানিয়েছে, টুখেল ও কন্তে দুজনই ম্যাচ শেষের আচরণ ‘অযথাযথ’ ছিল বলে স্বীকার করেছেন এবং একটি লিখিত শুনানির আবেদন করেছেন। এ বিষয়ে একটি স্বাধীন নিয়ন্ত্রণ কমিশন এফএর রুল–৩ ভঙ্গের দায়ে টুখেলকে ৩৫ হাজার পাউন্ড জরিমানা ও এক ম্যাচের টাচলাইন নিষেধাজ্ঞা এবং কন্তেকে ১৫ হাজার পাউন্ড জরিমানা করেছে। তাঁরা আপিল করতে পারবেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat