বরিশালের কালীগঞ্জে ঝড়ের কবলে পড়া লঞ্চের যাত্রীদের উদ্ধার করেছে কোস্ট গার্ড। শনিবার দুপুরে কোস্ট গার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার খন্দকার মুনিফ তকি এ তথ্য জানান।
খন্দকার মুনিফ তকি বলেন, গত শুক্রবার দিনগত রাত ৯টা ১০মিনিটে ভোলা জেলার ইলিশা লঞ্চঘাট হতে ‘এম ভি আল-ওয়ালিদ ৯’ নামের লঞ্চটি প্রায় ৬০ থেকে ৭০ জন যাত্রীসহ ঢাকার উদ্দেশে রওয়ানা হয়। যাত্রা পথে আনুমানিক রাত ১টায় কালিগঞ্জের উলানিয়া লঞ্চঘাটে অবস্থিত পন্টুনের পাশে যাওয়ার সময় বৈরি আবহাওয়ার কারণে লঞ্চটি পন্টুনের পাশে অবস্থিত ব্লকের উপর উঠে যায়।
সংবাদটি কোস্ট গার্ড দক্ষিণ জোনের অধিনস্থ কালীগঞ্জ কোস্ট গার্ড স্টেশনে পৌঁছলে দ্রুততার সঙ্গে লঞ্চে অবস্থানরত যাত্রীদের উদ্ধারে একটি বিশেষ উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছায়। কোস্ট গার্ড সদস্যরা কোনো প্রকার ক্ষয়ক্ষতি ছাড়া যাত্রীদের উদ্ধার করে।
এ জাতীয় আরো খবর..