×
  • প্রকাশিত : ২০২২-০৮-১৬
  • ৭৪ বার পঠিত
আগামী সেপ্টেম্বরই লোড শেডিংয়ের সবশেষ মাস হতে পারে বলে জানিয়েছেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান। তিনি বলেছেন, সেপ্টেম্বরের শেষের দিক থেকে লোড শেডিং আস্তে আস্তে কমে যাবে। কারণ বিশ্বব্যাপী মন্দা কেটে যেতে শুরু করেছে।

আজ মঙ্গলবার (১৬ আগস্ট) জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভা পরবর্তী এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

একনেক সভায় লোড শেডিং নিয়ে আমরা প্রধানমন্ত্রীর সঙ্গে কথা হয়েছে জানিয়ে পরিকল্পনামন্ত্রী বলেন, বিদ্যুৎ মন্ত্রণালয়ের তথ্যানুযায়ী হয়তো সেপ্টেম্বরে আস্তে আস্তে লোড শেডিং কমে যাবে।

মন্ত্রী বলেন, দেশের পরিস্থিতি দিন দিন ভালো হচ্ছে। অনেকে বলেছিলেন দেশ শ্রীলঙ্কা হয়ে গেল। শ্রীলঙ্কা হয়নি দুই মাস হয়ে গেল। রিজার্ভ নামছিল এখন টেকসই অবস্থায়। রেমিট্যান্সে প্রবাহ বেড়েছে। ঈদের পরে বেশি রেমিট্যান্স পেয়েছি। ৩০ শতাংশ রেমিট্যান্স বেড়েছে। এক্সপোর্ট হাওয়া ভালো, এ ছাড়া রাজস্ব আদায়ও ভালো। আমরা খাদে পড়ব না, বরং খাদ থেকে উঠব।

ইউক্রেন-রাশিয়া পৃথিবীর চার শতাংশের এক শতাংশ খাদ্য উৎপাদন করে। ভয় কেটে যাবে আশা করছি। সমতল ধারায় ফিরে যাবে দেশের অর্থনীতি। এই বিশ্বাস আমাদের আছে বলে জানান পরিকল্পনামন্ত্রী।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat