×
  • প্রকাশিত : ২০২২-০৮-১০
  • ৮২ বার পঠিত
আগামী সেপ্টেম্বরে ফিফা নির্ধারিত সময়ে দুটি আন্তর্জাতিক প্রীতি ম্যাচ খেলবে বাংলাদেশ। জামাল ভূঁইয়াদের প্রতিপক্ষ কম্বোডিয়া ও নেপাল।

২২ সেপ্টেম্বর প্রথম ম্যাচে প্রতিপক্ষ স্বাগতিক কম্বোডিয়া ও ২৭ সেপ্টেম্বর দ্বিতীয় ম্যাচে প্রতিপক্ষ স্বাগতিক নেপাল। এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি জানিয়েছে বাফুফে।

বাফুফের পাঠানো ভিডিও বার্তায় জাতীয় দল ব্যবস্থাপনা কমিটির চেয়ারম্যান কাজী নাবিল আহমেদ বলেছেন, ‘জাতীয় দল ব্যবস্থাপনা কমিটির সভায় সিদ্ধান্ত হয়েছে আগামী সেপ্টেম্বর মাসে আমরা কম্বোডিয়ায় যাব।

কম্বোডিয়া জাতীয় দলের সঙ্গে একটি প্রীতি ম্যাচ খেলব। সেখান থেকে ফেরার পথে আমরা নেপালে যাব এবং নেপাল জাতীয় দলের সঙ্গে আরও একটি প্রীতি ম্যাচ খেলব।’

দুটি ম্যাচ সামনে রেখে ২৬ আগস্ট শুরু হবে জাতীয় দলের ক্যাম্প। বর্তমানে ফিফা র‌্যাঙ্কিংয়ে ১৭৪ নম্বরে অবস্থান করছে কম্বোডিয়া আর নেপালের অবস্থান ১৭৬।

বর্তমানে ছুটিতে আছেন জাতীয় দলের কোচ হাভিয়ের কাবরেরা। কয়েক দিনের মধ্যে স্পেন থেকে ঢাকায় ফেরার কথা রয়েছে তাঁর।

এর আগে বাংলাদেশ সর্বশেষ খেলেছিল এশিয়ান কাপ বাছাইপর্বে। সেখানে বাহরাইন, তুর্কমেনিস্তান ও মালয়েশিয়ার বিপক্ষে তিনটি ম্যাচেই হেরেছিল বাংলাদেশ।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat