×
  • প্রকাশিত : ২০২২-০৮-০৮
  • ৮৩ বার পঠিত
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সহধর্মিণী বঙ্গমাতা বেগম ফজিলাতুন নেছা মুজিবের ৯২তম জন্মবার্ষিকী আজ। ১৯৩০ সালের ৮ আগস্ট তৎকালীন গোপালগঞ্জ মহকুমার টুঙ্গিপাড়া গ্রামে জন্ম তাঁর। ১৯৭৫ সালের ১৫ আগস্ট কালরাতে ঘাতকের বুলেটের আঘাতে শহীদ হন তিনি।

বঙ্গমাতা বেগম ফজিলাতুন নেছা মুজিবের জন্মদিন উপলক্ষে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা পৃথক বাণী দিয়েছেন।

আজ সকাল ১০টায় ওসমানী স্মৃতি মিলনায়তনে বঙ্গমাতার ৯২তম জন্মবার্ষিকী উদযাপন উপলক্ষে পাঁচ নারীর হাতে তুলে দেওয়া হবে ‘বঙ্গমাতা বেগম ফজিলাতুন নেছা মুজিব’ পদক।
বঙ্গমাতার প্রতি শ্রদ্ধা নিবেদন, এতিমদের মাঝে খাদ্য বিতরণ, আলোচনাসভা ও মিলাদ মাহফিলের আয়োজন করেছে আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠন এবং বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠন। দিবসটি উপলক্ষে বাংলাদেশ টেলিভিশন, বেতারসহ বিভিন্ন ইলেকট্রনিক মিডিয়া বিশেষ অনুষ্ঠান সম্প্রচার করবে।

বঙ্গমাতার ডাকনাম ছিল রেণু। তাঁর বাবার নাম শেখ জহুরুল হক এবং মায়ের নাম হোসনে আরা বেগম। তিন ভাই-বোনের মধ্যে সবার ছোট ছিলেন বঙ্গমাতা। ১৯৩৮ সালে বঙ্গবন্ধুর সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন।

জন্মবার্ষিকীর কর্মসূচি : আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনগুলো বিভিন্ন কর্মসূচির মাধ্যমে দিবসটি উদযাপন করবে। সকাল ৯টায় বনানী কবরস্থানে বেগম ফজিলাতুন নেছা মুজিবের প্রতি শ্রদ্ধা নিবেদন, কোরআন খতম, মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে। জোহরের নামাজের পর আজিমপুর এতিমখানায় খাদ্য বিতরণ করবে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগ। সকাল ১১টায় বঙ্গবন্ধু এভিনিউয়ে আলোচনাসভা শেষে প্রান্তিক কৃষকদের মাঝে শস্যবীজ বিতরণ করবে দলের ত্রাণ ও সমাজকল্যাণ উপকমিটি।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat