×
  • প্রকাশিত : ২০২২-০৮-০৬
  • ৫৩ বার পঠিত
ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে দেশে গত ২৪ ঘণ্টায় আরো ৪০ জন নতুন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এ নিয়ে চলতি বছর মোট হাসপাতালে ভর্তি ডেঙ্গু রোগীর সংখ্যা তিন হাজার ২০ জন এবং একই সময়ে মোট ১৪ জনের মৃত্যু হয়েছে। আজ শুক্রবার স্বাস্থ্য অধিদপ্তর থেকে এ তথ্য জানানো হয়।

স্বাস্থ্য অধিদপ্তর জানায়, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত নতুন ৪০ জন রোগী ঢাকার বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন।

এদিন ঢাকার বাইরে কোনো ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়নি। বর্তমানে দেশে সর্বমোট ৩৬৩ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি রয়েছেন। এর মধ্যে ঢাকার বিভিন্ন হাসপাতালে ২৮৭ জন এবং ঢাকার বাইরে ৭৬ জন ভর্তি রয়েছেন।
  
চলতি বছর এখন পর্যন্ত দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি তিন হাজার ২০ জনের মধ্যে ঢাকায় ভর্তি রোগীর সংখ্যা সর্বমোট দুই হাজার ৫২৭ জন এবং ঢাকার বাইরে ভর্তি রোগীর সংখ্যা ৪৯৩ জন।
একই সময় হাসপাতাল থেকে ছাড়প্রাপ্ত রোগীর সংখ্যা সর্বমোট দুই হাজার ৬৪৩ জন। এর মধ্যে ঢাকায় ছাড়প্রাপ্ত রোগীর সংখ্যা মোট দুই হাজার ২৩৫ এবং ঢাকার বাইরে সারা দেশে ছাড়প্রাপ্ত রোগীর সংখ্যা মোট ৪০৮ জন।

গত বছর ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা ছিল ২৮ হাজার ৪২৯ জন। একই সময়ে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ২৮ হাজার ২৬৫ জন এবং মারা যান ১০৫ জন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat