×
সদ্য প্রাপ্ত:
প্লাস্টিক আমাদের শরীরের রক্তে, ফুসফুসে, মায়ের দুধে পাওয়া যাচ্ছে ১২ ফেব্রুয়ারিই নির্বাচন, মার্কিন কূটনীতিকদের বললেন প্রধান উপদেষ্টা তারেক রহমানের সঙ্গে রিকশা ও ভ্যানচালকদের মতবিনিময় ২২ জানুয়ারি প্রিজাইডিং অফিসারদের প্রশিক্ষণ শুরু মুসলিম ব্রাদারহুডের ৩ শাখাকে সন্ত্রাসী সংগঠন ঘোষণা করল ট্রাম্প প্রশাসন নির্বাচনী মাঠে টেকা নিয়ে ক্রমেই শঙ্কা বাড়ছে জাপা প্রার্থীদের ৮০ হাজার বীর মুক্তিযোদ্ধার সাক্ষাৎকার প্রকল্প বাতিল, ধারণকৃত ১৪৬৪০ ভিডিওর কী হবে? যুদ্ধের জন্য প্রস্তুত ইরান আগামী নির্বাচনে কেউ মেকানিজমের চিন্তা করলে তাদের পালাতে হবে মোবাইল অ্যাপে র‌্যাপিড পাস রিচার্জ সুবিধা চালু
  • প্রকাশিত : ২০২২-০৭-৩০
  • ৬৮ বার পঠিত
মুম্বাইয়ের যানজটে জেরবার সাধারণ মানুষ থেকে বিটাউন তারকারা। আর এই যানজট এড়াতে এর আগে অনেক বলিউড তারকা মুম্বাইয়ের লাইফ লাইন লোকাল ট্রেনে ভ্রমণ করেছেন। এবার এই তালিকায় যুক্ত হলো বিটাউনের নতুন জুটি অনন্যা পান্ডে আর বিজয় দেবারেকোন্ডার নাম।

দক্ষিণি তারকা বিজয় দেবারেকোন্ডা আর অনন্যা পান্ডের ‘লাইগার’ ছবির ট্রেলার কিছু দিন আগে মুক্তি পেয়েছে। এই অ্যাকশনধর্মী ছবির ট্রেলার দেখে বেশ আগ্রহ দেখাচ্ছে তরুণ দর্শকেরা। ‘লাইগার’ ছবিতে বিজয় আর অনন্যার রসায়নের সবাই প্রশংসা করছেন। এই ছবির হাত ধরে অনন্যার দক্ষিণে আর বিজয়ের বলিউডে অভিষেক হতে চলেছে। তাজা এই জুটি ‘লাইগার’ ছবির জোরদার প্রচারণা করছেন।

সম্প্রতি তাঁদের মুম্বাইয়ের বান্দ্রা এলাকায় ছবির প্রচারণা করতে দেখা গেছে। এই সময় বিজয় আর অনন্যা একঝাঁক শিশু কিশোরের সঙ্গে নাচে মত্ত ছিলেন। আজ সকালে তাঁরা হঠাৎ ট্রেনে চেপে বসলেন। মুম্বাইয়ের যানজট এড়াতে আর ছবির প্রচারণার জন্য বিজয় আর অনন্যা নামীদামি ব্র্যান্ডের গাড়ি ছেড়ে মুম্বাইয়ের লোকাল ট্রেনে ভ্রমণ করলেন। সকালে তাঁদের মুম্বাইয়ের খার স্টেশনে ট্রেনের জন্য অপেক্ষা করতে দেখা গেছে।

খার থেকে তাঁরা লোয়ার পারেল পর্যন্ত ট্রেনে ভ্রমণ করেছিলেন। অনন্যা মুম্বাইয়ের মেয়ে। এই শহরে তাঁর বেড়ে ওঠা। তাই হয়তো কখনো তিনি মুম্বাইয়ের ট্রেনে উঠে থাকতে পারেন। কিন্তু বিজয় দক্ষিণের ছেলে। তাই তাঁর মুম্বাই লোকাল দর্শন এই প্রথম। আর সব মিলিয়ে দারুণ উত্তেজিত এই দক্ষিণি তারকা। এর আগে প্রিয়াঙ্কা চোপড়া, নওয়াজুদ্দিন সিদ্দিকীর মতো তারকারা লোকাল ট্রেনে ভ্রমণ করেছেন।
‘লাইগার’ ২৫ আগস্ট মুক্তি পেতে চলেছে। ছবিটি তামিল, তেলেগু, কন্নড়, মালায়লাম, আর হিন্দিতে আসতে চলেছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat