কুমিল্লার দেবীদ্বার উপজেলা পরিষদের চেয়ারম্যান আবুল কালাম আজাদকে কিল-ঘুষি মারার প্রতিবাদে স্থানীয় সংসদ সদস্য রাজী মোহাম্মদ ফখরুলের বিরুদ্ধে প্রতিবাদ মিছিল, বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধন করেছেন চেয়ারম্যানের সমর্থকরা। এ সময় ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক প্রায় এক ঘণ্টা অবরোধ করে রাখেন তারা। এতে মহাসড়কে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। দুর্ভোগে পড়েন যাত্রী ও চালকরা।
আজ বুধবার সকাল সাড়ে ১০টার দিকে কুমিল্লার চান্দিনা উপজেলার মাধাইয়া বাজার এলাকায় এই বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেন তারা। সকাল সাড়ে ১১টায় এ কর্মসূচি পালনকারীদের মহাসড়কে দেখা গেছে।
বিক্ষোভের নেতৃত্ব দেওয়া দেবীদ্বার উপজেলার ভানি ইউনিয়নের চেয়ারম্যান হাজী জালাল উদ্দীন ভূঁইয়া বলেন, আমরা সেদিনের ঘটনায় তীব্র নিন্দা জানাই। একজন এমপি কিভাবে একজন উপজেলা চেয়ারম্যানের ওপর হাত তুলতে পারেন!
সুলতানপুর ইউনিয়নের চেয়ারম্যান হুমায়ূন কবির বলেন, উপজেলা চেয়ারম্যান আবুল কালাম আজাদের ওপর এমপি রাজী ফখরুল হামলা করেছেন। আমরা তার তীব্র নিন্দা জানাই। নিন্দার অংশ হিসেবে আমরা আজ মহাসড়কে বিক্ষোভ করছি।
বিক্ষোভ মিছিল ও প্রতিবাদসভায় আরো বক্তব্য দেন বরকামতা ইউপি চেয়ারম্যান মো. নুরুল ইসলাম, ফতেহাবাদ ইউপি চেয়ারম্যান মো. কামরুজ্জামান মাসুদ, রাজামেহার ইউপি চেয়ারম্যান জসিম উদ্দিন সরকার, ভানি ইউপি আওয়ামী লীগের সভাপতি মো. জহিরুল ইসলাম ভূঁইয়া, সাধারণ সম্পাদক আলী আশরাফ মেম্বার, বরকামতা ইউপি চেয়ারম্যান আ. লীগের সভাপতি মো. শাহ আলম। অন্যরা বক্তব্যে উপজেলা চেয়ারম্যানকে লাঞ্ছিত করার প্রতিবাদ জানান। এ ছাড়া সংসদ সদস্য রাজী মোহাম্মদ ফখরুলের বিচার দাবি করেন।
কুমিল্লার দাউদকান্দি-চান্দিনা সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার ফয়েজ ইকবাল বলেন বিক্ষোভকারীরা মহাসড়কে অবস্থান নিলে আমরা তাদেরকে সরে যেতে বলি। সকাল সাড়ে ১১টা থেকে যানবাহন চলাচল স্বাভাবিক আছে। তারা মহাসড়ক থেকে সরে গেছে।
এর আগে শনিবার দেবীদ্বার উপজেলা আওয়ামী লীগের সম্মেলন বাস্তবায়ন করার লক্ষ্যে জাতীয় সংসদ ভবনের এলডি হলে অনুষ্ঠিত হওয়া বৈঠকে দেবীদ্বার উপজেলা চেয়ারম্যান আবুল কালাম আজাদকে কিল-ঘুষি মারেন সংসদ সদস্য রাজী ফখরুল। এ নিয়ে দেশজুড়ে আলোচনা-সমালোচনার ঝড় ওঠে।