×
  • প্রকাশিত : ২০২২-০৭-১৭
  • ৮৫ বার পঠিত
রোনালদোকে দলে চাইছে না বায়ার্ন মিউনিখ। এজেন্ট জর্জে মেন্দেজ হাজারো চেষ্টা করার পরও বায়ার্নের কর্তাব্যক্তিদের মন গলাতে পারছেন না। গতকাল দলের সবচেয়ে বড় তারকা রবার্ট লেভানডফস্কি পাড়ি জমিয়েছেন বার্সেলোনায়।

স্বাভাবিকভাবেই আক্রমণভাগে বিশাল এক শূন্যতা সৃষ্টি হয়েছে। মেন্দেজ হয়তো ভেবেছিলেন, সে শূন্যস্থান পূরণের জন্য হলেও রোনালদোর দিকে তাকাবে বায়ার্ন। কিন্তু সেটাও হচ্ছে না। লেভানডফস্কি যাওয়ার পরও রোনালদোকে দলে টানার ব্যাপারে কোনো আগ্রহ নেই বাভারিয়ানদের।

আর সে খবর জানতে কোনো দলবদল–বিষয়ক সাংবাদিকের দেওয়া ‘ব্রেকিং নিউজের’ অপেক্ষা করতে হচ্ছে না। বায়ার্ন যে রোনালদোকে দলে চায় না, সেটা তারাই যেন ঢাকঢোল পিটিয়ে সবাইকে জানিয়ে দিচ্ছে! দলটার সভাপতি থেকে শুরু করে ক্রীড়া পরিচালক, প্রধান নির্বাহী ও কোচ-সবাই যেন রোনালদোকে না নেওয়ার কথাটা নিজ উদ্যোগে বিশ্বকে জানিয়ে দেওয়ার দায়িত্বটা কাঁধে তুলে নিয়েছেন! অন্তত তাঁদের কাজকর্ম দেখে সেটাই মনে হচ্ছে। 

গতকাল জার্মানির সংবাদমাধ্যম বিল্ডের ক্রীড়া সাংবাদিক ক্রিস্টিয়ান ফালক-কে সাক্ষাৎকার দিয়েছেন বায়ার্নের প্রধান নির্বাহী অলিভার কান ও কোচ ইউলিয়ান নাগলসমান। ওদিকে স্প্যানিশ সংবাদমাধ্যম স্পোর্তকে সাক্ষাৎকার দিয়েছেন দলটার ক্রীড়া পরিচালক হাসান সালিহামিদিচ। সবার কথা একটাই, ‘আমরা রোনালদোকে চাই না। রোনালদো চাইলে নিজের পথ ধরতে পারে!’

ক্রিস্টিয়ান ফালক-কে দেওয়া সাক্ষাৎকারে অলিভার কান অবশ্য খেলোয়াড় রোনালদোর প্রতি নিজের অনুরাগের কথাও জানিয়েছেন, ‘আমি ক্রিস্টিয়ানো রোনালদোকে ভালোবাসি। অসাধারণ একজন খেলোয়াড় সে।’ তবে রোনালদোকে দলে নিলে নিজেদের দর্শনের সঙ্গে আপস করা হয়ে যায়, সেটাও মানেন কান, ‘কিন্তু প্রতিটি দলেরই একটা দর্শন থাকে। আমি নিশ্চিত নই, আমরা রোনালদোকে দলে টানলে সেটা আমাদের দল বা বুন্দেসলিগার জন্য সঠিক সিদ্ধান্ত হবে কি না। এমন দলবদল আমাদের ধ্যানধারণার সঙ্গে যায় না।’

কানের কথার প্রতিধ্বনিই শোনা গেছে সালিহামিদিচের কথায়, ‘ক্রিস্টিয়ানো রোনালদোর প্রতি আমার অনেক শ্রদ্ধা। তার সাফল্য ও ক্যারিয়ারকে আমি সম্মান জানাই। কিন্তু আবারও বলছি, রোনালদোকে দলে টানার ব্যাপারটা আমাদের কার্যতালিকায় নেই।’

বায়ার্নের কোচ ইউলিয়ান নাগলসমান অবশ্য অত শ্রদ্ধা-সম্মানের ধার ধারেননি, ‘গুঞ্জন শুনছি, আমি নাকি রোনালদোকে দলে টানার ব্যাপারে আগ্রহী। কিন্তু এসব সত্যি নয়।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat