×
  • প্রকাশিত : ২০২২-০৭-০৮
  • ৪২ বার পঠিত
ঈদের ছুটিতে ঘরমুখো মানুষের ভোগান্তির কথা আমাদের সবারই জানা। তার ওপর বাড়তি ভোগান্তি যোগ হয় প্রমত্তা পদ্মা নদী পার হতে হওয়া দক্ষিণ-পশ্চিম অঞ্চলের মানুষের জন্য। এক পদ্মা নদীই তাদের ঈদযাত্রাকে করে তোলে ঝুঁকিপূর্ণ আর ভীতিকর। তবে চিরচেনা এই চিত্র এবার সম্পূর্ণ ভিন্ন।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার সততা আর সাহসের নিদর্শন পদ্মা বহুমুখী সেতু চালু হওয়ার পর থেকে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ২১ জেলার মানুষের বাড়ি ফেরার গল্পটি হয়েছে দারুণ স্বস্তিদায়ক আর নিরাপদ।
এবার স্বপ্নের সেই পদ্মা সেতু হয়ে ঢাকায় অবস্থানরত বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের ঈদের ছুটিতে বাসযোগে জন্মভূমি নড়াইলে ফেরার ব্যবস্থা করলেন নড়াইল-২ আসনের সংসদ সদস্য, জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা।

আজ শুক্রবার সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি এলাকা থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয়সহ কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠানের প্রায় ৪০ জন শিক্ষার্থী একসঙ্গে নড়াইলের উদ্দেশ্যে রওনা হন। ঈদের ছুটিতে সড়কে অতিরিক্ত যাত্রীর চাপ থাকায় কোথাও কোথাও কিছুটা যানজট থাকলেও আগে ন্যূনতম ২ ঘণ্টা লাগা পদ্মা নদী তারা এবার পার হয়েছে মাত্র ৬ মিনিটে। ৮টায় রওনা হয়ে তারা নড়াইলে পৌঁছায় দুপুর ১২টায়। ঈদের অতিরিক্ত চাপ না থাকলে এই সময়টি হয়তো লাগত সর্বোচ্চ আড়াই থেকে তিন ঘণ্টা।

এ বিষয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া নড়াইলের শিক্ষার্থীদের সংগঠন চিত্রার সভাপতি রাব্বি আহমেদ রাফি জানান, টিএসসি থেকে স্বপ্নের পদ্মা সেতুর ওপর দিয়ে একসঙ্গে এক বাসে নড়াইল জেলা থেকে আগত ঢাকা বিশ্ববিদ্যালয়সহ ঢাকার অন্যান্য পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ঈদের ছুটিতে ফিরছে জন্মভূমি নড়াইলে। ক্যাম্পাসের প্রিয় মানুষগুলোর এভাবে একসঙ্গে বাড়ি ফেরার আনন্দ সত্যি অসাধারণ, তার ওপর স্বপ্নের পদ্মা সেতু দেখার এক রোমাঞ্চকর অনুভূতি!

এ সময় তিনি সুন্দর এই আয়োজনটি যার সৌজন্যে, সেই নন্দিত সংসদ সদস্য মাশরাফি বিন মর্তুজাকে সবার পক্ষ থেকে ধন্যবাদ জানান।

এদিকে নড়াইলের সন্তান ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের শামসুন্নাহার হল ছাত্রলীগের সাধারণ সম্পাদক নুসরাত রুবাইয়াত নীলা তার ফেসবুকে পোস্ট করে লিখেছেন, ঈদের ছুটিতে পদ্মা সেতু দিয়ে বাড়ি ফেরার খুশি এ আমাদের দক্ষিণবঙ্গের মানুষের জন্য আশীর্বাদস্বরূপ। আমাদের এ খুশিকে দ্বিগুণ করতে আমাদের নড়াইল-২ আসনের এমপি মাশরাফি বিন মর্তুজা ঢাকায় অবস্থানরত নড়াইলের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের জন্য বাসের ব্যবস্থা করে দেন, যাতে করে আমরা মাননীয় প্রধানমন্ত্রীর দেওয়া এ উপহারের খুশি একসঙ্গে ভাগ করে মায়ের কোলে ফিরতে পারি।

ব্যতিক্রম এমন চিন্তার মাধ্যমে ঈদের সময় কোনো রকম ভোগান্তি ছাড়া নড়াইলের মেধাবী এই মুখগুলোকে নিরাপদে বাড়ি ফেরার সুন্দর ব্যবস্থা করায় আগত শিক্ষার্থীদের পক্ষ থেকে মাশরাফি বিন মর্তুজাকে ধন্যবাদ জানান ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও চিত্রার সাবেক সাধারণ সম্পাদক মো. হুসাইন আহমেদ সোহান।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat