ঈদ ঘিরে বাজারে সপ্তাহের ব্যবধানে দাম বেড়েছে শসা, কাঁচা মরিচ ও পোলাওয়ের চালের। পাশাপাশি ডিমের দামও বেড়েছে। তবে দাম কমেছে পেঁয়াজ, বেগুন, পটোল, চিচিঙ্গা, করলা, লাউ, চালকুমড়া, টমেটো, গাজরসহ বিভিন্ন সবজির। গতকাল বৃহস্পতিবার রাজধানীর কারওয়ান বাজার ও জোয়ারসাহারা বাজার ঘুরে এবং ব্যবসায়ীদের সঙ্গে কথা বলে এসব তথ্য জানা যায়।
গতকাল কারওয়ান বাজারের কাঁচাবাজারে প্রতি কেজি শসা বিক্রি হয়েছে ৮০ টাকায়, যা গত সপ্তাহে ছিল ৭০ টাকা। কাঁচা মরিচ প্রতি কেজি বিক্রি হয়েছে ১২০ থেকে ১৩০ টাকায়, গত সপ্তাহে ছিল ১১০ থেকে ১১৫ টাকা। বেগুন বিক্রি হয়েছে ৫০ টাকায়, যা গত সপ্তাহে বিক্রি হয়েছে ৬০ টাকায়। টমেটো বিক্রি হয়েছে ১৪০ টাকায়, যা গত সপ্তাহে ছিল ১৫০ থেকে ১৬০ টাকা। গাজর বিক্রি হয়েছে ৮০ টাকায়, যা গত সপ্তাহে বিক্রি হয়েছে ৯০ থেকে ১০০ টাকায়। এ ছাড়া পটোল, ঢেঁড়স, চিচিঙ্গা, কাঁকরোল বিক্রি হচ্ছে ৩০ টাকা কেজি দরে, যা গত সপ্তাহে ছিল ৪০ টাকা।
ব্যবসায়ীরা বলছেন, ঈদ উপলক্ষে এরই মধ্যে অনেক মানুষ ঢাকা ছেড়ে চলে গেছে, যারা রয়েছে তারাও ঈদের কারণে এখন থেকেই সবজি কেনা কমিয়ে দিয়েছে, যার কারণে দাম কমেছে।
কারওয়ান বাজারের সবজি ব্যবসায়ী রবিউল আওয়াল কালের কণ্ঠকে বলেন, ‘বাজারে শসা ও কাঁচা মরিচ ছাড়া সব ধরনের সবজির দাম কেজিপ্রতি ১০ থেকে ১৫ টাকা পর্যন্ত কমেছে। ’
কারওয়ান বাজারের পেঁয়াজ, রসুন ও আলুর পাইকারি ও খুচরা ব্যবসায়ী মোহাম্মদ আলী বলেন, ‘প্রতিবার কোরবানির ঈদের তিন-চার দিন আগে পেঁয়াজ ও রসুনের দাম বাড়লেও, এবার এসব পণ্যের দাম বাড়ছে না। বরং ১৫ দিন আগের তুলনায় কেজিতে ১০ থেকে ১৫ টাকা পর্যন্ত কমেছে। খুচরায় আজ (গতকাল) পেঁয়াজ প্রতি কেজি বিক্রি হচ্ছে ৪৫ টাকায়, আমদানি করা রসুন ১১০ থেকে ১২০ টাকা এবং দেশি রসুন ৮০ টাকায় বিক্রি হচ্ছে। আলু বিক্রি হচ্ছে ৩০ টাকা কেজি দরে। ’
জোয়ারসাহারা বাজারের মেসার্স ভাই ভাই স্টোরের বিক্রয়কর্মী মো. মোস্তফা বলেন, ‘ঈদ উপলক্ষে এক সপ্তাহ ধরেই পোলাওয়ের চালের দাম কেজিতে ১০ টাকা বেড়ে বিক্রি হচ্ছে। খোলা ভালো মানের পোলাওয়ের চাল প্রতি কেজি ১২০ টাকায় আর প্যাকেটজাত ১৪০ টাকায় বিক্রি হচ্ছে। ডিমের দাম ডজনে ১০ টাকা বেড়ে ১৩০ টাকায় বিক্রি হচ্ছে। এবার আদার দাম বাড়েনি। আদা প্রতি কেজি ১০০ টাকায় বিক্রি করা হচ্ছে। ’
রাজধানীর শ্যামবাজারের পাইকারি পোলাওয়ের চাল ব্যবসায়ী জিয়াবুল হক বলেন, ‘ঈদ উপলক্ষে নতুন করে পাইকারি বাজারে পোলাওয়ের চালের দাম বাড়েনি। দাম যা বাড়ার আরো ১৫ থেকে ২০ দিন আগেই বেড়েছে। এখন পাইকারি বাজারে পোলাওয়ের চালের ৫০ কেজির বস্তা মানভেদে বিক্রি হচ্ছে পাঁচ হাজার ২৫০ টাকা থেকে পাঁচ হাজার ৬৫০ টাকায়। ’
হিলিতে কেজিতে ৪০ টাকা বেড়েছে কাঁচা মরিচের দাম : দিনাজপুরের হিলিতে এক দিনের ব্যবধানে কেজিতে ৪০ টাকা বেড়েছে কাঁচা মরিচের দাম।
এক ক্রেতা বলেন, ‘বুধবার ৮০ টাকা কেজি কাঁচা মরিচ কিনে নিয়ে গেছি, সেই মরিচ আজ (গতকাল) বিক্রি হচ্ছে ১২০ টাকা কেজি দরে। ’
হিলি বাজারের কাঁচামাল বিক্রেতারা বলছেন, ‘বাজারে কাঁচা মরিচের সরবরাহ কমে গেছে। সরবরাহ কমার কারণে দাম অনেকটাই বেড়েছে। সরবরাহ বাড়লে দাম আবারও কমে আসবে। আমরা খুচরা বাজারে ১২০ টাকা কেজি দরে কাঁচা মরিচ বিক্রি করছি। ’
এ জাতীয় আরো খবর..