×
  • প্রকাশিত : ২০২৫-১২-০৬
  • ১৮ বার পঠিত

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের সময় ঘনিয়ে এসেছে। সরকারের ঘোষণামতে ২০২৬ সালের ফেব্রুয়ারির প্রথম ভাগেই অর্থাৎ রমজানের আগে নির্বাচন অনুষ্ঠিত হবে। যদিও এখনো নির্দিষ্ট তারিখ ঘোষণা করা হয়নি, তবে নির্বাচন কমিশন (ইসি) প্রায় সব প্রস্তুতি সম্পন্ন করেছে।

ইসি সূত্রে জানা গেছে, নির্বাচনের সম্ভাব্য দুই তারিখ; ৮ ও ১২ ফেব্রুয়ারি নিয়ে কমিশনের ভেতরে আলোচনা চলছে। এরই মধ্যে আগামীকাল রোববার (৭ ডিসেম্বর) অনুষ্ঠিত হতে যাচ্ছে ইসির কমিশন সভা। ওই সভাতেই তফসিল, ভোটের দিনসহ গুরুত্বপূর্ণ সময়সূচি চূড়ান্ত হওয়ার সম্ভাবনা রয়েছে।

সম্প্রতি নির্বাচন কমিশনার মো. আনোয়ারুল ইসলাম সরকার জানিয়েছেন, ৮ থেকে ১২ ফেব্রুয়ারির মাঝামাঝি কোনো দিনেই জাতীয় নির্বাচন ও গণভোট আয়োজন করা হবে। তিনি বলেন ‘৮ ফেব্রুয়ারি থেকে এক-দুদিন পরে কিংবা ১২ ফেব্রুয়ারি থেকে এক-দুদিন আগেও হতে পারে। অর্থাৎ মাঝামাঝি কোনো সময় হতে পারে।’ উল্লেখিত সময়সূচি অনুযায়ী, ৮ ফেব্রুয়ারি রোববার এবং ১২ ফেব্রুয়ারি বৃহস্পতিবার।

এর আগে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা হয়েছিল ২০২৩ সালের ১৫ নভেম্বর, আর ভোটগ্রহণ হয়েছিল ২০২৪ সালের ৭ জানুয়ারি; তফসিল ও ভোটের ব্যবধান ছিল ৫৩ দিন। তখন মনোনয়নপত্র জমা দেওয়ার সময় দেওয়া হয়েছিল ১৪ দিন, বাছাই ৪ দিন, আর প্রত্যাহারের শেষ সময় ছিল ১৩ দিন (এর মধ্যে আপিল দায়ের ৫ দিন ও নিষ্পত্তি ৬ দিন)। প্রতীক বরাদ্দের পর আনুষ্ঠানিক প্রচারণার সময় ছিল ১৯ দিন এবং প্রচার শেষ হওয়ার ৪৮ ঘণ্টা পর ভোট অনুষ্ঠিত হয়। ভোটগ্রহণ হয়েছিল সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত। তবে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সঙ্গে গণভোট যুক্ত হওয়ায় এবার ভোটের সময় বাড়তে পারে বলে জানিয়েছে নির্বাচন কমিশন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat