×
  • প্রকাশিত : ২০২২-০৮-২০
  • ৭৭ বার পঠিত
দলের দুই তারকা ফরোয়ার্ড কিলিয়ান এমবাপ্পে ও নেইমারের মধ্যে কোনো বিরোধ বা খারাপ সম্পর্ক আর নেই বলে স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন পিএসজির কোচ ক্রিস্টোফে গালতিয়ের। শনিবার মন্টিপিলিয়ারের বিপক্ষে এমবাপ্পে প্রথম পেনাল্টি শটটি মিস করার পর নেইমার দ্বিতীয় পেনাল্টি শট নিয়ে গোল করেছিলেন। নেইমারের স্পট কিকের গোলের পর এমবাপ্পে কোনো ধরনের উদযাপন করেননি।

পেনাল্টি কেলেঙ্কারির বিষয়টি অবশ্য সবার চোখেই পড়েছে।

যদিও গালতিয়ের বিষয়টিতে তেমন একটা সমস্যা দেখছেন না। এ সম্পর্কে রবিবার লিলির বিপক্ষে ম্যাচকে সামনে রেখে এক সংবাদ সম্মেলনে পিএসজি বস বলেছেন, ‘পরের দিনই আমরা দুজনের মধ্যে আর কোনো সমস্যা দেখতে পাইনি। যদিও বিষয়টি বড় হতেও পারত। সপ্তাহজুড়েই আমরা বেশ ভালো কাজ করেছি। দলের সবাই বেশ পরিশ্রম করেছে। আমিও সবগুলো সেশন বেশ উপভোগ করেছি। এমবাপ্পে ও নেইমারের মধ্যে ঝামেলাও দ্রুত মিটে গেছে। আমরা মূলত টিম মিটিংয়ে বিষয়টি নিয়ে আলোচনা করেছি। ’
গালতিয়ের জানিয়েছেন, পেনাল্টি শট নেওয়ারর ক্ষেত্রে দলের সুস্পষ্ট নির্দেশনা ছিল। এমবাপ্পে প্রথমটি নেবেন, তার পরেরটি নেবেন নেইমার। ম্যাচে সম্ভাব্য পেনাল্টি শট নেওয়ার তালিকায় আরো আছেন লিওনেল মেসি ও সার্জিও রামোস। এ ব্যপারে গালতিয়ের বলেছেন, ‘আমাদের স্ট্রাইকারদের আত্মবিশ্বাস ধরে রাখার জন্য স্কোর করাটা জরুরি। ’

রিয়াল মাদ্রিদ গুঞ্জন শেষে প্যারিসেই থেকে যাওয়ার সিদ্ধান্ত নেওয়ার পর মন্টিপিলিয়ারের বিপক্ষে ম্যাচটি ছিল ২৩ বছর বয়সী এমবাপ্পের এবারের মৌসুমের প্রথম ম্যাচ। ম্যাচটিতে পিএসজি ৫-২ গোলের বড় ব্যবধানে জয়ী হয়। গত মৌসুমে সব ধরনের প্রতিযোগিতায় এমবাপ্পে ৩৯টি গোল করলেও নেইমার ইনজুরির কারণে ছিলেন অনেকটাই নিষ্প্রভ। যদিও এবারের মৌসুমে শুরুতেই বেশ উজ্জীবিত দেখা যাচ্ছে ৩০ বছর বয়সী ব্রাজিলিয়ান তারকাকে। ইতিমধ্যে তিন ম্যাচে ৫ গোল করেছেন তিনি।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat