বাংলাদেশ সেনাবাহিনী পরিচালিত ট্রাস্ট ব্যাংক লিমিটেডের অধীনস্থ মোবাইল ফিন্যানশিয়াল সার্ভিস 'ট্রাস্ট আজিয়াটা পে’ (ট্যাপ) তার যাত্রা শুরুর পর এক বছর পার করেছে। গত বছরের ২৮ জুলাই সেনাবাহিনী প্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ আনুষ্ঠানিকভাবে ট্যাপের উদ্বোধন করেন।
প্রতিষ্ঠানটির এক বছর পূর্তি উপলক্ষে আদমজী ক্যান্টনমেন্ট পাবলিক স্কুলের ছাত্রদের জন্য সম্প্রতি একটি চিত্রাঙ্কন প্রতিযোগিতার আয়োজন করা হয়। প্রতিযোগিতার বিষয়বস্তু ছিল 'তোমার চোখে পদ্মা সেতু'।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আদমজী ক্যান্টনমেন্ট পাবলিক স্কুলের অধ্যক্ষ এবং ট্যাপ-এর প্রধান নির্বাহী কর্মকর্তা। পরবর্তী সময়ে এক অনুষ্ঠানের মাধ্যমে বিগত এক বছরের পেশাগত কাজের স্বীকৃতিস্বরূপ ট্যাপ-এর ১২ জন কর্মকর্তা ও কর্মচারীকে সনদ প্রদান করা হয়।
এ ছাড়া গত ২৪ জুলাই ঢাকা সেনানিবাসের সিএসডির প্রধান কার্যালয়ে সিএসডি ও ট্যাপ-এর মধ্যে একটি মার্চেন্ট পার্টনারশিপ চুক্তি সই হয়। ওই চুক্তির অধীনে এখন থেকে দেশের সব সেনানিবাসের সিএসডি থেকে কেনাকাটা করে ট্যাপ-এর কিউআর কোডের মাধ্যমে পেমেন্ট করা যাবে।
এ জাতীয় আরো খবর..