রাজধানীর চকবাজারের কামালবাগের দেবীদাস প্লেন ঘাটে অগ্নিকাণ্ডের ঘটনায় বরিশাল হোটেলের মালিক ফখরুদ্দিনকে গ্রেপ্তার করেছে পুলিশ। দুর্ঘটনাস্থল ভবন ও প্লাস্টিক কারখানার মালিককে গ্রেপ্তারে অভিযান চলছে বলে জানায় পুলিশ। আজ মঙ্গলবার (১৬ আগস্ট) সকালে পুরান ঢাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
সোমবার (১৫ আগস্ট) অগ্নিকাণ্ডে ফখরুদ্দিনের রেস্টুরেন্টের ছয় কর্মী ঘুমন্ত অবস্থায় দগ্ধ হয়েছেন।
এ ঘটনায় চকবাজার থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।
পুলিশের লালবাগ বিভাগের উপকমিশনার জাফর হোসেন বলেন, রেস্টুরেন্টের কর্মী রুবেলের ভাই মোহাম্মদ আলী বাদী হয়ে একটি মামলা করেছেন। এই মামলায় রেস্টুরেন্টের মালিক ফখরুদ্দিনকে গ্রেপ্তার দেখানো হয়েছে। ভবন ও ভবনে অবস্থিত প্লাস্টিক কারখানার মালিককে গ্রেপ্তারে অভিযান চলছে।
এদিকে দগ্ধ ও খণ্ডিত হওয়ায় নিহত ছয়জনের লাশ শনাক্ত করা যায়নি। আজ মঙ্গলবার মোল্লা মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে তাদের ডিএনএ পরীক্ষার জন্য নমুনা সংগ্রহের কাজ শুরু হয়েছে।
এ জাতীয় আরো খবর..