×
  • প্রকাশিত : ২০২২-০৮-১৩
  • ৫৮ বার পঠিত
তুরাগ থানার কামারপাড়ার ভাঙারির দোকানে বিস্ফোরণ থেকে রিকশার গ্যারেজে লাগা আগুনে দগ্ধ একমাত্র জীবিত মো. শাহিনও (২৫) চলে গেলেন না-ফেরার দেশে। গতকাল শুক্রবার ৯টা ৫০ মিনিটে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।

মো. শাহিন পেশায় রিকশাচালক ছিলেন। তার গ্রামের বাড়ি ঝিনাইদহের শৈলকুপায়।

তার বাবার নাম মো. হাসান আলী। বিষয়টি কালের কণ্ঠকে নিশ্চিত করেছেন ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের (ঢামেক) পুলিশ ফাঁড়ির ইনচার্জ ইন্সপেক্টর বাচ্চু মিয়া। শাহিনের শরীরের ৫০ শতাংশ দগ্ধ হয়েছিল। আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় গত রাতে তার মৃত্যু হয়েছে। এ ঘটনায় আটজনের সবাই মারা গেছেন।
ওই গ্যারেজে দগ্ধ আটজন হলেন- গ্যারেজ মালিক মো. গাজী মাজহারুল ইসলাম (৪৮), মো. মিজান (৩৫), মো. নূর হোসেন (৬০), মো. মাসুম মিয়া (৩৫), মো. আল-আমিন (৩০), মো. শরিফুল ইসলাম (৩২), মো. শাহিন (২৬) এবং মো. আলম (২৩)।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat