করোনার কারণে আটকে থাকা চীনে পড়ুয়া বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য সুখবর মিলেছে। আজ থেকেই চীনে ফিরতে পারবেন তারা। দ্রুত ভিসা দেওয়ার কার্যক্রম শুরু হবে।
রবিবার (৭ আগস্ট) পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেনের সঙ্গে চীনা পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক শেষে এক ফেসবুক বার্তায় এ তথ্য জানান ঢাকায় চীনের মিশন উপপ্রধান হুয়ালং ইয়ান।
এর আগে পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেনের সঙ্গে বৈঠক করেন চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই। আজ সকাল পৌনে ৮টার দিকে রাজধানীর সোনারগাঁও হোটেলে দুই পররাষ্ট্রমন্ত্রী বৈঠকে বসেন। তারা দুই দেশের মধ্যে দ্বিপক্ষীয় বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন।
পরে পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেনের সঙ্গে বৈঠক শেষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে বৈঠকে বসেছেন চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই। আজ রবিবার (৭ আগস্ট) সকাল সাড়ে ৯টার দিকে বৈঠকে বসেন তাঁরা।
এ জাতীয় আরো খবর..