×
  • প্রকাশিত : ২০২২-০৭-৩১
  • ৫৭ বার পঠিত
ইংরেজি ভাষায় পাঠদান নিয়ে কঠোর অবস্থান নেওয়ার ঘোষণা করেছে সাবেক ফরাসি ঔপনিবেশিক দেশ আলবেনিয়া। দেশটির প্রাথমিক বিদ্যালয়গুলোতে চলতি বছরের শেষের দিকে ইংরেজি ভাষায় পাঠদান শুরু হবে বলে দেশটির প্রেসিডেন্ট আবদেল মাজিদ তেবউন ঘোষণা করেছেন। বিবিসি রোববার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

এ ব্যাপারে তিনি বলেন, ফরাসি ভাষা যুদ্ধের ধ্বংসাবশেষ, কিন্তু ইংরেজি একটি আন্তর্জাতিক ভাষা। 

দেশটির বর্তমান পাঠ্যক্রমের অধীনে, মাধ্যমিক বিদ্যালয়ে ১৪ বছর বয়স থেকে শিক্ষার্থীদের ইংরেজি দেওয়া হয়। তবে শিক্ষার্থীরা নয় বছর বয়সে ফরাসি ভাষায় পড়াশুনা শুরু করে।

দীর্ঘ আট বছরের রক্তক্ষয়ী লড়াইয়ের পর ১৯৬২ সালে ফান্সের কাছ থেকে স্বাধীনতা লাভ করে আলজেরিয়া। 

তবে বিভিন্ন প্রতিষ্ঠান ও ব্যবসায় ফরাসি ভাষার ব্যবহার দেশটিতে দীর্ঘদিন ধরেই একটি সংবেদনশীল বিষয় বলে বিবেচিত হতো। 

তবে মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশটির সরকারি ভাষা আরবি এবং আমাজিঘ বা বারবার সংখ্যালঘুদের কথ্য ভাষা তামাজিত। 

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat