এবারের ঈদে আন্ত জেলা মোটরসাইকেল চলাচল বন্ধের বিষয়ে আলোচনা করেছে বাস মালিক-শ্রমিক সংগঠন। তবে সরকারের পক্ষ থেকে এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়নি। মহাসড়কে মোটরসাইকেলে ভাড়ায় যাত্রী পরিবহন বন্ধের কথা বলা হয়ছে।
আজ রবিবার (৩ জুলাই) সচিবালয়ে অনুষ্ঠিত ঈদ প্রস্তুতি সভায় এসব আলোচনা হয়।
বৈঠক সূত্র এ তথ্য নিশ্চিত করেছেন। বৈঠকে মোট ২১টি সুপারিশ কার্যকর করা হয়।
বৈঠকে সিদ্ধান্ত হয়, ঈদের আগের তিন দিন মহাসড়কে ট্রাক, কাভার্ড ভ্যান ও লরী চলাচল বন্ধ থাকবে। তবে নিত্য প্রয়োজনীয় পণ্য পরিবহন করা হবে।
এ জাতীয় আরো খবর..