তাইওয়ানকে স্বাধীন করার যেকোনো চেষ্টা যুদ্ধ ডেকে আনবে বলে যুক্তরাষ্ট্রকে সতর্ক করেছে চীন। খবর বিবিসির।
সিঙ্গাপুরে এশিয়ান নিরাপত্তা সম্মেলনের ফাঁকে চীনের প্রতিরক্ষামন্ত্রী ওয়েই ফেং ও যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা সচিব লয়েড অস্টিন সাক্ষাৎ করেন। তখন ওয়েই বলেন, তাইওয়ানকে বিভক্তের চেষ্টা করা হলে চীনের সেনাবাহিনীর যুদ্ধ ছাড়া কোনো বিকল্প থাকবে না।
এ সময় অস্টিন চাইনিজ সামরিক কার্যকলাপকে 'উস্কানিমূলক ও অস্থিতিশীল' বলে অভিহিত করেন। তিনি বলেন, প্রায় প্রতিদিনই চীনের রেকর্ড সংখ্যক বিমান উড়াউড়ি করেছে। এতে ওই এলাকার শান্তি ও স্থিতিশীলতা নষ্ট হয়েছে।
স্বায়ত্তশাসিত তাইওয়ানকে চীন তাদের ভূখণ্ডের অবিচ্ছেদ্য অংশ মনে করে। তাই তাইওয়ানের কাছে যুক্তরাষ্ট্রের অস্ত্র বিক্রিকে নিন্দা জানায় চীন।
নিরাপত্তা সম্মেলনে চীন ও যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষাপ্রধান পর্যায়ের প্রথম বৈঠক ছিল এটি, যা প্রায় একঘণ্টা ধরে চলে। উভয়পক্ষই এই আলোচনাকে 'মসৃণ ও সৌহার্দ্যপূর্ণ' বলে উল্লেখ করেছে।
এ জাতীয় আরো খবর..