কিছুদিন আগেই বিয়ে করেছেন- এমনটাই জানিয়েছেন বলিউড তারকা রাখি সাওয়ান্ত ও তার স্বামী আদিল খান দুররানি। তবে এই বিয়ের পূর্বে ইসলাম গ্রহণ করেছেন বলে ভারতীয় গণমাধ্যম টাইমস নাউ এক প্রতিবেদনে জানায়। টাইমস অফ ইন্ডিয়া জানায়, রাখি সাওয়ান্ত বিয়ের পর নিজের নাম পরিবর্তন করে রেখেছেন রাখি সাওয়ান্ত ফাতিমা।
এ খবর প্রকাশের পর কোথায় হানিমুনে যাবেন তারা- এ নিয়ে আগ্রহের শেষ নেই ভক্তদের। তবে হানিমুনের আগে ওমরাহ পালনের ইচ্ছার কথা জানান এই দম্পতি।রাখি জানিয়েছেন, তারা আল্লাহর কাছে দোয়া চেয়ে একসঙ্গে তাদের যাত্রা শুরু করতে চান এবং এটি তার ও আদিলের জন্য খুবই গুরুত্বপূর্ণ পদক্ষেপ।
ইন্সট্যান্ট বলিউডের একটি ভিডিওতে এ বিষয়টি জানা যায়। এতে তিনি বলেন, আমরা প্রথমে ওমরাহ করতে যাব। এটি খুবই গুরুত্বপূর্ণ, একবার সম্পর্কটি সেখানে সিল হয়ে গেলে কেউ এটি ভাঙতে পারবে না। যে সম্পর্ক আল্লাহ বাঁধেন, কেউ তা ভাঙতে পারে না।এর আগে এক ভিডিওতে আবায়া পরিধান করে মুম্বাইয়ের একটি হাসপাতালে তার মাকে দেখতে যাচ্ছেন রাখি।
জানা যায়, গত বছরের ২৯ মে ইসলামি নিয়ম মেনে বিয়ে করেন রাখি ও আদিল। বিষয়টি নিকাহনামায় উল্লেখ রয়েছে বলে জানা গেছে।
এ জাতীয় আরো খবর..