সাবেক সংসদ সংসদ্য গোলাম মাওলা রনি বলেছেন, ‘সেনাবাহিনী, পুলিশ এবং প্রশাসনে কোনো আওয়ামী পাণ্ডা থাকুক তা আমি কোনো দিন চাইনি। আজকে আওয়ামী লীগের যত দুর্দশা, শেখ হাসিনার পলায়ন এবং আওয়ামী সরকারের পতনের মূল কারণ দলবাজ আমলা।’
সোমবার (১২ আগস্ট) সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে এ কথা বলেন রনি।
তিনি বলেন, ‘অতীতে বিএনপির পতনের জন্যও দায়ী ছিল দলবাজ আমলা-কামলার দল! যারা দলকে বিপদে ফেলে আজকের আওয়ামী পাণ্ডাদের মতো পালিয়েছিল কিংবা ভোল পাল্টে বিএনপিকে না চেনার ভান করে লাথি-গুতা খেয়ে চাকরি বাঁচিয়েছিল অথবা কট্টর বিএনপি পরিচয়ের কারণে চাকরি হারিয়েছিল।
সেসব অযোগ্য দলদাস বা দলদাসী যদি আবার চাকরি ফিরে পায় এবং বিএনপি যদি নির্বাচনে জিতে ক্ষমতায় বসে তবে, আওয়ামী লীগের চেয়েও করুণ পরিণতি ভোগ করে পালাতে হবে। হয়তো দুই দিন আগে অথবা পরে।’
‘সুতরাং সবার নিকট অনুরোধ, দলবাজ আমলা-কামলা তাড়ান, তা সে যে দলেরই হউক। যারা সব পরিস্থিতিতে রাষ্ট্রের কর্মচারী এবং জনগণের সেবক হিসেবে নির্ভয়ে কাজ করার হিম্মত রাখে আজ কেবল তারাই ভালো ভালো পদে নিয়োগ লাভ করতে পারেন।
যেসব আমলা রাজনীতি করতে চান তারা চাকরি ছাড়ুন তারপর মাঠে নেমে দেখুন কত ধানে কত শীষ!’
এ জাতীয় আরো খবর..