×
  • প্রকাশিত : ২০২৪-০৬-১২
  • ৭৪ বার পঠিত
বিশ্বকাপের ‘বি’ গ্রুপের ম্যাচে বুধবার (১২ জুন) নামিবিয়াকে ৯ উইকেটে হারিয়েছে অস্ট্রেলিয়া। নামিবিয়ার দেয়া ৭৩ রানের টার্গেট ১ উইকেট হারিয়ে ৫ ওভার ৪ বল খেলে জয় তুলে নেয় অস্ট্রেলিয়া। এ জয়ে ‘বি’ থেকে সবার আগে সুপার এইট নিশ্চিত করেছে ২০২১ সালের চ্যাম্পিয়নরা।

 এই ম্যাচে প্রথমে ব্যাট করে অজিদের সামনে দাঁড়াতেই পারেনি নামিবিয়া।

 টস হেরে ব্যাটিংয়ে নেমে শুরুতেই উইকেট হারায় নামিবিয়া।  ৭ বলে ২ রান করে সাজঘরে ফেরেন নিকোলাস ডেভিন। ৬ বলে ১ রান করে তাকে সঙ্গ দেন জ্যান ফ্রাইলিংক। ১০ বলে ১০ করে ক্যাচ আউট হন আরেক ওপেনার মাইকেল ফন লিঙ্গেন।

তবে এক প্রান্ত আগলে রাখে দলকে এগিয়ে নেওয়ার চেষ্টা করেন অধিনায়ক গেরহার্ড এরাসমাস। তবে অন্য পাশে সতীর্থরা আসা যাওয়ার মিছিলে ছিল।  ৪৩ বলে ৩৬ রানের ইনিংস খেলে গেরহার্ড এরাসমাস আউট হলে ১৮ বল হাতে থাকতেই ৭২ রানে অলআউট হন নামিবিয়া।
অস্ট্রেলিয়ার হয়ে সর্বোচ্চ চার উইকেট শিকার করেন অ্যাডাম জাম্পা।

এ ছাড়াও জস হ্যাজলউড এবং মাকার্স স্টোইনিস দুটি করে, প্যাট কামিন্স এবং নাথান ইলিস নেন একটি করে উইকেট।
সহজ লক্ষ্য তাড়া করতে নেমে ৮ বলে ২০ রান করে ক্যাচ আউট হন এই বাঁহাতি ব্যাটার  ডেভিড ওয়ার্নার। তবে ট্রাভিস হেডের ১৭ বলে ৩৪ রান এবং মিচেল মার্শের ৯ বলে অপরাজিত ১৮ রানে ভর করে ১৪ ওভার ২ বল এবং ৯ উইকেট হাতে রেখেই জয় তুলে নেয় অজিরা।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat