×
  • প্রকাশিত : ২০২৪-০৬-০৮
  • ৯০ বার পঠিত
বিশ্বব্যাপী বেশ সাড়া জাগানো টার্কিশ সিরিজ 'ব্রোকেন লাইভস' । তুর্কি সিরিজটি ডাবিং করা হয়েছে বাংলায়। এবার এটি দেখা যাবে দেশের অন্যতম ওটিটি প্ল্যাটফরম আইস্ক্রিনে। অ্যাপটিতে ৬ জুন থেকে দর্শকরা প্রিমিয়াম কনটেন্ট হিসেবে সিরিজটি উপভোগ করতে পারছেন।

এর আগে 'ব্রোকেন লাইভস' বিভিন্ন ভাষায়  মুক্তির পর জনপ্রিয়তা পেয়েছিল। এবার সম্পূর্ণ বাংলা ডাবিংয়ে আইস্ক্রিনের মাধ্যমে বাংলা ভাষাভাষী দর্শকরা সিরিজটি উপযোগ করতে পারছেন।
সিরিজটির গল্প সম্পর্কে জানা যায়, ভালোবাসার জন্য দুজন মানুষ কতটুকু আত্মত্যাগ করতে পারে এবং একজন মা কত কিছু পেছনে ফেলে যেতে পারে শুধুমাত্র অর্থ আর ক্ষমতার প্রাচুর্যের মোহে, সেই গল্প নিয়ে 'ব্রোকেন লাইভস'। ইতিমধ্যে আইস্ক্রিনে প্রথম সিজন হিসেবে ১০ পর্বের সিরিজ মুক্তি পেয়েছে।

এভাবে পঁচিশ সিজনে মোট ২৫০ পর্ব মুক্তি পাবে।
আইস্ক্রিন কর্তৃপক্ষ বলছে, টার্কিশ সিরিয়ালগুলো বাংলা ভাষাভাষীদের কাছে এখন অনেক জনপ্রিয়। প্রযুক্তি ও ওয়েবের কল্যাণে বাংলা ভাষার দর্শকরা এখন দেশ-বিদেশের বিভিন্ন কনটেন্ট উপভোগ করছেন। এসব দর্শকদের বিচরণ এখন বিশ্বজুড়ে ছড়িয়ে আছে।

তাদের কথা মাথায় রেখে বিশ্বমানের এসব কনটেন্ট বাংলা ভাষায় ডাবিং করে পৌঁছে দেওয়ার লক্ষ্যে আইস্ক্রিন এই উদ্যোগ নিয়েছে।   

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat