×
  • প্রকাশিত : ২০২৪-০৮-১৭
  • ৩১ বার পঠিত
ইসলামাবাদে পাকিস্তান শাহিনসের বিপক্ষে দুই ম্যাচ সিরিজের প্রথম চার দিনের ম্যাচ খেলতে নেমে কুঁচকির চোটে পড়েছেন মাহমুদুল হাসান জয়। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) একটি সূত্র জানিয়েছে, এই চোটে অন্তত তিন সপ্তাহ মাঠের বাইরে থাকতে হবে এই ডানহাতি ওপেনারকে। ফলে পাকিস্তানের বিপক্ষে আসন্ন টেস্ট চ্যাম্পিয়নশিপের দুই ম্যাচের সিরিজটি খেলতে পারবেন না মাহমুদুল।

পাকিস্তান সিরিজের আগে ছন্দে ছিলেন মাহমুদুল।

গত মাসে অস্ট্রেলিয়ার ডারউইনে পাকিস্তান শাহিনসের বিপক্ষে দ্বিতীয় চার দিনের ম্যাচে ৬৯ ও ৬৫ রানের দুটি ইনিংসের পর ওই ম্যাচেই ২১ রানে নেন ৫ উইকেট এই পার্টটাইম অফ স্পিনার। অস্ট্রেলিয়া থেকে ফিরে বাংলাদেশ ‘এ’ দলের হয়ে পাকিস্তান সফরে গিয়েও রান পান মাহমুদুল। প্রথম ইনিংসে দল ১২২ রানে গুটিয়ে গেলেও ৬৫ রান করেন তিনি। প্রথম ইনিংসে ফিল্ডিং করার সময়ে কুঁচকির চোটে পড়ে দ্বিতীয় ইনিংসে ব্যাটিংয়ে নামতে পারেননি।

এই ম্যাচ খেলে আজ রাওয়ালপিন্ডিতে টেস্ট দলের সঙ্গে যোগ দেওয়ার কথা ছিল তাঁর।
মাহমুদুলের চোটে পড়ার ম্যাচে পাকিস্তান শাহিনসের বিপক্ষে ড্র করেছে বাংলাদেশ ‘এ’ দল। চার দিনের ম্যাচে প্রতিদিন বৃষ্টির বাগড়া ছিল। বাংলাদেশের ১২২ রানের পর ৪ উইকেটে ৩৬৭ রান তুলে ইনিংস ঘোষণা করে পাকিস্তান শাহিনস।

দ্বিতীয় ইনিংসে বাংলাদেশ ‘এ’ ৫ উইকেটে ১৫৩ রান তোলে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat