×
  • প্রকাশিত : ২০২৪-০৮-১৭
  • ৬১ বার পঠিত
ঘোষণা করা হয়েছে ভারতের ৭০ম জাতীয় চলচ্চিত্র পুরস্কার। এবার মূল বিভাগে চমক দেখিয়েছে দেশটির দক্ষিণাঞ্চলের সিনেমা ও শিল্পীরা। মালয়ালম ‘আত্তাম’ হয়েছে সেরা চলচ্চিত্র। সেরা অভিনেতার পুরস্কার পাচ্ছেন কন্নড় অভিনেতা ঋষব শেঠি (কানতারা)।

এ ছাড়া সেরা অভিনেত্রীও হয়েছেন দক্ষিণ ভারতের নিথিয়া মেনন (থিরুচিত্রাম্বালাম)। তাঁর সঙ্গে যুগ্মভাবে পুরস্কারটি পাচ্ছেন মানসী পারেখ (কুচ এক্সপ্রেস)। ‘উঁচাই’ বানিয়ে সেরা পরিচালক হয়েছেন বলিউডের সুরজ বরজাতিয়া।

আঞ্চলিক শাখায় সেরা সিনেমা হয়েছে কার্তিকেয়া ২ (তেলুগু), পোন্নিয়ান সেলভান পার্ট ১ (তামিল), বাঘি দে ঢি (পাঞ্জাবি), দামান (ওড়িয়া), সৌদি ভেলাক্কা সিসি.২২৫/২০০৯ (মালয়ালম), বালবি (মারাঠি), কেজিএফ : চ্যাপ্টার ২ (কন্নড়), কাবেরী অন্তর্ধান (বাংলা) ও গুলমোহর (হিন্দি)।

এবার স্পেশাল মেনশন পুরস্কার পেয়েছেন মনোজ বাজপেয়ী (গুলমোহর) ও সুজয় সলীল চৌধুরী (কালিখান)।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat