×
  • প্রকাশিত : ২০২৪-০৮-১৫
  • ৭৩ বার পঠিত
টানা ২ ম্যাচ হারার পর জয় পেয়েছে বাংলাদেশ এইচপি। অস্ট্রেলিয়ায় ৯ দলের টপ এন্ড টি-টোয়েন্টি সিরিজে আজ অস্ট্রেলিয়ান ক্যাপিটাল টেরিটোরিকে ৬ উইকেটে হারিয়েছে এইচপি। টুর্নামেন্টের ৪ ম্যাচে এটি দ্বিতীয় জয় আকবর আলীর দলের।

ডারউইনে ১২৫ রানের লক্ষ্যে ব্যাটিংয়ে নেমে উদ্বোধনী জুটিতে জয়ের ভিত পায় বাংলাদেশ এইচপি।

ওপেনিংয়ে ৫১ রানের জুটি গড়েন দুই ওপেনার তানজিদ হাসান তামিম ও জিশান আলম। ১৮ রান করে বাঁহাতি ব্যাটার তানজিদ তামিম ফিরলেও ফিফটি পেয়েছেন জিশান। অবশ্য কাঁটায় কাঁটায় ৫০ রান করে আউট হন তিনি।
১ চার ও ২ ছক্কায় ইনিংসটি সাজান জিশান।

জিশান আউট হওয়ার পর জয়ের কাজটা প্রায় সারেন পারভেজ হোসেন ইমন ও আফিফ হোসেন। তবে দুজনের কেউই জয় নিয়ে মাঠ ছাড়তে পারেননি। ২০ বল হাতে রেখে ৬ উইকেটের জয় পাওয়া ম্যাচে পারভেজের ২৩ রানের বিপরীতে ১৭ রানে আউট হন আফিফ।
তবে জয়ের অর্ধেক কাজটা বোলাররাই করে রেখেছিলেন- অস্ট্রেলিয়ান ক্যাপিটাল টেরিটোরিকে ১২৪ রানে আটকিয়ে।

প্রতিপক্ষকে অল্প রানে আটকাতে দুর্দান্ত বোলিং করেছেন রিপন মণ্ডল ও আবু হায়দার রনি। সমান ১২ রানে রিপনের ৩ উইকেটের বিপরীতে ২ উইকেট নেন রনি।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat