×
  • প্রকাশিত : ২০২৪-০৮-১০
  • ৭৬ বার পঠিত
মেহেরপুরের মুজিবনগরে পূর্ব শত্রুতার জেরে আলমগীর হোসেন আলম (৪৪) নামের এক ব্যক্তিকে ঘুমন্ত অবস্থায় কুপিয়ে হত্যা করেছে দূর্বৃত্তরা। শুক্রবার মধ্যরাতে উপজেলার তারানগর গ্রামে এ ঘটনা ঘটে। 

নিহত আলম ওই গ্রামের আগবত আলীর ছেলে।

জানা গেছে, নিহত আলমগীর হোসেন আলম তার স্ত্রী ও সন্তানদের নিয়ে শুক্রবার রাতে খাওয়া-দাওয়া শেষ করে নিজ বাড়িতে ঘুমিয়ে পড়েন।

রাত অনুমানিক সাড়ে ১২টার দিকে তার বড় মেয়ে শুকতারা খাতুন বাথরুমে যেতে চাইলে তার মা তাকে নিয়ে বাইরে যেতে গেলে দেখেন বাইরে থেকে দরজা আটকানো।  এ সময় তার মেয়ে বাবা বাবা করে চিৎকার করে ডাকলেও কোনো সাড়া দেয়নি আলমগীর। পরে দাদা আবগত আলীতে ফোন করে ডেকে নেয়। আলমগীরে বাবা আবগত আলী ও মা আকলিমা খাতুন ছেলের বাড়িতে এসে আলমগীরের ঘরে গিয়ে তার রক্তাক্ত মরদেহ দেখতে পান।

আর পাশের ঘরে আটকে থাকা পুত্রবধূ ও নাতি-নাতনি রুমের দরজা খুলে দেন। খবর পেয়ে মুজিবনগর থানা পুলিশের একটি টিম ঘটনাস্থলে গিয়ে প্রাথমিক তদন্ত শেষে লাশ হেফাজতে নেয়। 

মুজিবনগর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে যে, পূর্ব শত্রুতার জের ধরে এ হত্যাকাণ্ড ঘটাতে পারে।

তবে কী কারণে এই হত্যাকাণ্ড, এখনি বলা যাচ্ছে না। তদন্ত করার পরে জানা যাবে। লাশ ময়ন্তাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। 

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat