×
  • প্রকাশিত : ২০২৪-০৮-০৮
  • ৬১ বার পঠিত
টানা ৩ দিন বন্ধ থাকার পর দেশের সবচেয়ে বড় স্থলবন্দর বেনাপোল দিয়ে ভারতের সাথে শুরু হয়েছে আমদানি-রপ্তানি বাণিজ্য। দেশে নিরাপত্তাহীনতার কথা বলে গত ৩ দিন ভারত বেনাপোল বন্দরের সাথে সংযুক্ত পেট্রাপোল বন্দর দিয়ে বাংলাদেশে সব ধরনের পণ্য রপ্তানি বন্ধ রাখে।

গতকাল বুধবার (৭ আগস্ট) দিনভর বেনাপোল বন্দর পরিচালক, কাস্টমস ও সিএন্ডএফ এজেন্ট নেতৃবৃন্দ পেট্রাপোল কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করে পণ্য আমদানি-রপ্তানি চালু করার জন্য অনুরোধ জানান। পেট্রাপোল কাস্টমস, বন্দর ও সিএন্ডএফ এজেন্ট বুধবার বিকালে যৌথ আলোচনায় বাংলাদেশে তাদের পণ্যবাহী ট্রাক বেনাপোল বন্দরে পাঠাতে সিদ্ধান্ত নেয়।

ফলে আজ বৃহস্পতিবার সকাল থেকে পুনরায় চালু হয় ব্যস্ততম বন্দরের কার্যক্রম।
বিষয়টি নিশ্চিত করে বেনাপোল ক্লিয়ারিং এজেন্ট স্টাফ অ্যাসোসিয়শনের সাধারণ সম্পাদক সাজেদুর রহমান জানান, নিরাপত্তার কারন দেখিয়ে সোমবার থেকে বেনাপোল বন্দর দিয়ে ভারত-বাংলাদেশের মধ্যে আমদানি-রপ্তানি বাণিজ্য বন্ধ ছিল। বাংলাদেশের পক্ষ থেকে তাগিদ দেওয়া হলেও ক্ষয়ক্ষতির আশংকায় ভারতের পেট্রাপোল সেন্ট্রাল ওয়্যার হাউজ করপোরেশন (সিডাব্লিউসি) কর্তৃপক্ষ বাংলাদেশে কোনো পণ্যবাহী ট্রাক পাঠায়নি। বুধবার উভয় দেশের যৌথ সভার পর আজ বৃহস্পতিবার সকাল থেকে আমদানি-রপ্তানি কার্যক্রম চলছে।

বন্দরের কাজও চলছে স্বাভাবিকভাবে।
বেনাপোল স্থলবন্দরের পরিচালক রেজাউল করিম জানান, নিরাপত্তাজনিত কারণে তিন দিন ধরে বেনাপোল স্থলবন্দর দিয়ে আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ ছিল। বুধবার বিকেলে স্থানীয় ও ভারতীয় ব্যবসায়ী ও বন্দরের কর্মকর্তাদের সাথে বৈঠক হয়েছে। তারা আমদানি-রপ্তানি চালু করার কথা জানানোর পর আজ বৃহস্পতিবার সকাল থেকে আমদানি-রপ্তানি কার্যক্রম শুরু করা হয়।

যা এখনো চলমান। বন্দরের অভ্যন্তরে পণ্য লোড-আনলোড চলছে। অনেকে পণ্য খালাস করে নিয়ে যাচ্ছে।
প্রতিদিন বেনাপোল বন্দরে ভারত থেকে প্রায় ৪০০ থেকে ৪৫০ ট্রাকে মালামাল আমদানি হয় এবং বাংলাদেশ থেকে ২০০ থেকে ২৫০ ট্রাক বিভিন্ন ধরনের পণ্য রপ্তানি হয়ে থাকে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat