×
  • প্রকাশিত : ২০২৪-০৮-০৮
  • ৫১ বার পঠিত
গণঅভ্যুত্থানে সরকার পতনের পর শেখ হাসিনা ও তার পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নামে যে সব প্রতিষ্ঠানের নামকরণ করা হয়েছে সেসব ভেঙে ফেলা হচ্ছে। এর মধ্যে চট্টগ্রামের কর্ণফুলী নদীর তলদেশে নির্মিত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টানেলের ফটকসহ বিভিন্ন স্থান থেকে মুছে ফেলা হয়েছে বঙ্গবন্ধুর নাম। 

নিরাপত্তার স্বার্থে টানেলের ফটকসহ বিভিন্ন স্থান থেকে বঙ্গবন্ধুর নাম ফলক মুছে ফেলা হয় বলে জানান টানেল কর্তৃপক্ষ।

গতকাল বুধবার (৭ আগস্ট) রাতে বিষয়টি নিশ্চিত করেছেন টানেলের সহকারী প্রকৌশলী (টোল ও ট্রাফিক) তানভীর রিফাত।

তিনি বলেন, বঙ্গবন্ধু টানেলের নাম পরিবর্তন করার কোনো সিদ্ধান্ত না হলেও টানেলের নিরাপত্তার স্বার্থে কর্তৃপক্ষের সিদ্ধান্তে বঙ্গবন্ধুর নাম ফলকটি মুছে ফেলা হয়।
টানেল কর্তৃপক্ষ বুধবার (৭ আগস্ট) দুপুর থেকে স্কেভেটর দিয়ে টানেলের মূল ফটকের দুপ্রান্ত থেকে ‘বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টানেল’ নামটি মুছে দেয়। পাশাপাশি আরো বিভিন্ন জায়গা থেকে বঙ্গবন্ধুর নাম মুছে দিয়েছে বলে জানান সহকারী প্রকৌশলী (টোল ও ট্রাফিক) তানভীর রিফাত।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat