স্বাধীনবাংলা, ডেস্ক রির্পোটঃ
পৃথিবী এক মায়াময় আল্লাহর দান। প্রকৃতিতে হেমন্তর ডাক। এরইমধ্যে রাজধানীসহ সারাদেশে দেখা দিয়েছে শীতের আমেজ। ভোরের দিকে হালকা কুয়াশায় ঢেকে যাচ্ছে রাজধানীসহ আশপাশ এলাকা। দিনে রোদ থাকলেও সন্ধ্যার পর থেকে অনূভূত হচ্ছে শীত। রাতে বইছে হিমেল হাওয়া। যার প্রভাব থাকছে ভোর পর্যন্ত। আবহাওয়া অফিসের তথ্যমতে, সন্ধ্যার পর থেকেই সারাদেশের তাপমাত্রা কমে আসতে শুরু করে।
আরোও পড়ুনঃ ঠোঁটের যত্নে প্রাকৃতিক উপাদান যে ভাবে ব্যবহার করবেন…
উত্তরাঞ্চলে মধ্যরাত থেকে কুয়াশা পড়তে শুরু করছে। শীতের সবজি চাষ নিয়ে ব্যস্ত হয়ে পড়েছেন কৃষকরা। আগাম শীতের কারণে লেপ-তোষকের দোকানেও বেড়েছে ব্যস্ততা। শহরে শীতের কাপড়ের দোকানগুলোতেও বিক্রি বেড়েছে বলছেন ব্যবসায়ীরা। এদিকে শীতের সময় করোনা সংক্রমণ বৃদ্ধিসহ অন্যান্য ভাইরাসজনিত রোগ এড়াতে সবাইকে সতর্ক থাকার পরামর্শ দিচ্ছেন চিকিৎসকরা।