×
  • প্রকাশিত : ২০২৫-১০-১৩
  • ৫৪ বার পঠিত

ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার গাজায় পানি, স্যানিটেশন ও স্বাস্থ্যবিধি পরিষেবার উন্নয়নের জন্য ২৭ মিলিয়ন ডলার অর্থ সহায়তা দেওয়ার ঘোষণা দিয়েছেন। তিনি এই ঘোষণা দিয়েছেন গাজা শান্তি সম্মেলনে যোগ দিতে মিশরের পর্যটন শহর শারম আল-শেখে পৌঁছানোর পর। 

এই সম্মেলনে বিশ্বনেতারা অংশ নিচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ‘শান্তি পরিকল্পনা’ নিয়ে। সম্মেলনের লক্ষ্য হলো দুই বছর ধরে চলা সংঘাতের পর গাজায় ইসরাইল ও হামাসের মধ্যে যুদ্ধবিরতি বজায় রাখা এবং অঞ্চলের পুনর্গঠন ত্বরান্বিত করা।

যুক্তরাজ্য জানিয়েছে, প্রদত্ত তহবিল ইউনিসেফ, বিশ্ব খাদ্য কর্মসূচি এবং নরওয়েজিয়ান শরণার্থী কাউন্সিলের মাধ্যমে বিতরণ করা হবে। এর লক্ষ্য হলো দুর্ভিক্ষ, অপুষ্টি ও রোগে আক্রান্ত ব্যক্তিদের কাছে সহায়তা পৌঁছে দেওয়া।

ব্রিটেন আরও জানিয়েছে, তারা গাজার পুনর্গঠনের জন্য তিন দিনের শীর্ষ সম্মেলন আয়োজন করবে। এতে আন্তর্জাতিক সরকারি প্রতিনিধি, বেসরকারি খাত এবং ইউরোপীয় পুনর্গঠন ও উন্নয়ন ব্যাংক ও বিশ্বব্যাংকের মতো উন্নয়ন অর্থ প্রতিনিধিরাও অংশগ্রহণ করবেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat