আন্তর্জাতিক খবরঃ
নভেল করোনা ভাইরাসে বিশ্ব আজ অচল, প্রতিদিন বিশ্বে রেকর্ড করছে করোনায় সংক্রমণ ও মৃতের সংখ্যা। বৃহস্পতিবার একদিনে ৬ লাখের বেশি মানুষের শরীরে মিলেছে ভাইরাস। করোনা মহামারি শুরুর পর একদিনে এই শনাক্ত সর্বোচ্চ। নতুন করে প্রাণহানি সাড়ে ৮ হাজারের বেশি। এনিয়ে বিশ্বে করোনায় আক্রান্ত ছাড়ালো ৪ কোটি ৯০ লাখ। আর মৃতের সংখ্যা ১২ লাখ ৩৮ হাজারের বেশি।
গতকাল বৃহস্পতিবার ফ্রান্সে ৫৮ হাজার করোনা রোগী শনাক্ত হয়েছে, যা এপর্যন্ত দেশটিতে একদিনে সর্বোচ্চ। স্পেনে নতুন আক্রান্ত প্রায় ২২ হাজার। ইতালিতেও একদিনে সাড়ে ৩৪ হাজার শনাক্তের রেকর্ড হয়েছে প্রাণ গেছে ৪ শতাধিকের।
আক্রান্ত ও মৃত্যুর দিক থেকে দ্বিতীয় অবস্থানে থাকা ভারতে নতুন আক্রান্ত সাড়ে ৪৭ হাজার। ৬শতাধিক মৃত্যু নিয়ে মোট প্রাণহানি ১ লাখ ২৫ হাজারের বেশি।